সৌরভ মাজি, বর্ধমান: নিয়োগ জট নিয়ে ফের বিরোধীদের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার বর্ধমানে দুই জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তাঁর বক্তব্য, আদালতের কাছে আর্জি, নিয়োগ (Recruitment) করতে দেওয়া হোক। হাজার শূন্যপদের চাকরি দেওয়ার ক্ষেত্রে বাধা শুধুই মামলা। আর তার জন্য সিপিএম-বিজেপিকেই ফের দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শিক্ষক নিয়োগে দুর্নীতি (Teacher Recruitment Scam) নিয়ে একাধিক মামলা হাই কোর্ট, সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর সেই কারণে পূর্বতন সমস্ত নিয়োগে স্থগিতাদেশ জারি করা হয়েছে। ফলে শূন্যপদ থাকলেও নিয়োগ করা যাচ্ছে না। বারবার এর জন্য মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকার দুষেছেন বিরোধীদের। তাঁদের দায়ের করা মামলার কারণেই নিয়োগ আটকে রয়েছে বলে অভিযোগ তাঁদের। এদিন বর্ধমানের (Burdwan) সভা থেকেও সেকথাই বললেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, ”কয়েক হাজার শিক্ষক নেব। শিক্ষকের পদ আমাদের রেডি আছে। কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে সিপিএম-বিজেপি। তরুণ ছেলেমেয়েদের চাকরি হচ্ছে না। নাহলে শুধুমাত্র শিক্ষক পদেই ৬০ থেকে ৭০ হাজার চাকরি হত। যদি কোথাও অন্যায় হয়ে থাকে, তা খুঁজে বের করা হোক। কিন্তু অবিলম্বে শূন্যপদে চাকরিতে নিয়োগ করতে দেওয়া হোক।” আসলে লোকসভা ভোটের আগে শিক্ষক নিয়োগ-সহ একাধিক দুর্নীতি বিরোধীদের ইস্যু হতে চলেছে। আর রাজ্য সরকার তথা শাসকদলের পালটা যুক্তি, সরকার নিয়োগে রাজি, কিন্তু বিরোধীদের মামলার জটেই সেই রাস্তা খুলছে না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.