Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে আমাকে তো চেনে না,’ বোলপুর স্টেশনে দাঁড়িয়ে তোপ মমতার

মুখ্যমন্ত্রীর সঙ্গে স্টেশনে সাক্ষাৎ করেন মন্ত্রী এবং প্রশাসনিক কর্তারা।

CM Mamata Banerjee threatens repercussion if Amartya Sen's house targeted | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:May 5, 2023 9:36 pm
  • Updated:May 5, 2023 9:36 pm  

দেব গোস্বামী, বোলপুর: ‘অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে আমাকে তো চেনে না…,’ বোলপুর স্টেশনে দাঁড়িয়েই তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার মালদহ থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে বিকাল ৪টে ৫ মিনিট নাগাদ ফেরার পথে বোলপুর স্টেশনে ট্রেন দাঁড়ালে কিছুক্ষণ মুখমন্ত্রীর (Mamata Banerjee) সঙ্গে কথা বলেন তৃণমূলের নেতা-কর্মীরা। সেখানেই মমতাকে বলতে শোনা যায়, ‘অমর্ত্য সেনের বাড়িতে হাত দিলে আমাকে তো চেনে না।’ সম্পত্তি নিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে অমর্ত্য সেনের জটিলতা এখনও কাটেনি। আর সেই আবহেই মুখ্যমন্ত্রী আবারও অমর্ত্য সেনের পাশে দাঁড়ালেন। এর জেরে নোবেলজয়ীর পাশে দাঁড়িয়ে শনিবার প্রতীচীর সামনে বাউল ও লোকগীতি শিল্পীদের বসতে নির্দেশ দিয়েছেন জেলা পরিষদের সভাধিপতি তথা সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে।

Advertisement

[আরও পড়ুন: আর ‘আপৎকালীন স্বাস্থ্য বিপর্যয়’ নয় করোনা ভাইরাস, স্বস্তি দিয়ে জানাল WHO]

বীরভূম জেলার তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বলেন, “আমরা দিদির সাথে দেখা করলাম। তিনি অবস্থান বিক্ষোভ হওয়ার কথা বললেন। অমর্ত্য সেনের পাশে থাকতে তা সুষ্ঠ ভাবে করতে বলেছেন। এছাড়াও দলেরও খোঁজ খবরও নেন।”

এদিন আবার মুখ্যমন্ত্রীর সঙ্গে স্টেশনেই সাক্ষাৎ করেন মন্ত্রী এবং প্রশাসনিক কর্তারা। মিনিট ১২ তাঁর সঙ্গে কথা বললেন মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা এবং জেলার পুলিশ সুপার কামনাশিস সেন। পুলিশ সুপারের হাতে উপহারও তুলে দেন মুখ্যমন্ত্রী। জেলাশাসক এবং পুলিশ সুপারকে মালদহের আম উপহার দেন। পাশাপাশি তিনি দু’জনকে দু’টি তোয়ালেও উপহার দেন।

[আরও পড়ুন: কমিটির সিদ্ধান্তই শিরোধার্য মারাঠা স্ট্রংম্যানের, ইস্তফাপত্র প্রত্যাহার করলেন পওয়ার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement