সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নোট বাতিলের সিদ্ধান্তে সাময়িকভাবে থমকে যেতে পারে দেশের অর্থনীতি৷ বৃহস্পতিবার এমন কথাই বলেছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়৷ রাজ্যপালদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে প্রণববাবু বলেন, “নোট বাতিলের সিদ্ধান্ত দেশে কালো টাকার রমরমা রুখবে এবং দুর্নীতি দমন করতে সাহায্য করবে৷ কিন্তু এর ফলে সাময়িক সময়ের জন্য হলেও দেশের অর্থনীতি পিছিয়ে পড়বে৷”
রাষ্ট্রপতির এই বক্তব্যকেই স্বাগত জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রাষ্ট্রপতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মমতা বলেছেন, “নোট বাতিল প্রসঙ্গে রাষ্ট্রপতির বক্তব্যকে আমরা মনপ্রাণ দিয়ে স্বাগত জানাই৷” বৃহস্পতিবার রাতে এক টুইটে এই কথা জানান তিনি৷
We wholeheartedly welcome the statement on #DeMonetisation from @RashtrapatiBhvn Hon President
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2017
প্রসঙ্গত, প্রাথমিক পর্যায় থেকেই প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে তৃণমূল-সহ দেশের অন্যান্য বিরোধী দলগুলি৷ নোট বাতিলকে কেন্দ্র করে সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছে, মূলত এই ইস্যুতেই কেন্দ্রের বিরোধিতায় সোচ্চার হয়েছে তারা৷ এর মধ্যে রাষ্ট্রপতির দরিদ্রদের স্বার্থরক্ষা নিয়ে মুখ খোলায়, তাঁর বক্তব্যকে যে হাতিয়ার করবে বিরোধীরা তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.