Advertisement
Advertisement
Mamata Banerjee

গণি পরিবারকে আক্রমণ, তোপ রাহুলকেও, মালদহেও ‘একলা চলো’ বার্তা মমতার

'কংগ্রেসের সঙ্গ ছাড়ো', আসন সমঝোতায় কংগ্রেসকে শর্ত তৃণমূল সুপ্রিমোর।

CM Mamata Banerjee slams Congress from Maldah and again clears stand to fight alone in Lok Sabha Election 2024 | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:January 31, 2024 2:53 pm
  • Updated:January 31, 2024 4:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গণি খানের গড়ে দাঁড়িয়ে ফের ‘একলা চলো’ সিদ্ধান্ত ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আক্রমণ করতে ছাড়লেন না বরকত গণি খানের পরিবারকে। বুধবার মালদহ জেলা ক্রীড়া সংস্থার মাঠে সরকারি পরিষেবা প্রদানের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ”কংগ্রেসকে (Congress) বললাম, জিতে থাকা দুটো আসন ছাড়ব। সেখানে কংগ্রেস প্রার্থীরা দাঁড়াক। আমরাই সমর্থন করব। কিন্তু তারা বলল, আরও আসন চাই। বললাম, একটাও আসন দেব না। সিপিএমের সঙ্গ ছাড়ো।”

লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) আগে জেলায় জেলায় ঘুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান করছেন মুখ্যমন্ত্রী। বুধবার তিনি মালদহে (Maldah) জনসভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে ফের ‘একলা চলো’ বার্তা দিলেন। কংগ্রেস, রাহুল গান্ধীকে তোপ দেগে তাঁর বক্তব্য, ”একমাত্র তৃণমূলই পারবে বিজেপিকে হারাতে। আর কারও সেই ক্ষমতা নেই। কংগ্রেস, সিপিএম এরা সব বিজেপির হাত ধরে চলছে। বিজেপিকে সুবিধা করিয়ে দিচ্ছে।” এ প্রসঙ্গে তিনি সিপিএম-কংগ্রেসের সখ্য নিয়েও সরব হন। বাম আমলে বিরোধীদের উপর দমন পীড়নের কথা মনে করিয়ে সাফ জানালেন, এখনও কংগ্রেস যদি সিপিএমের সঙ্গ না ছাড়ে, তাহলে কোনও সমঝোতার রাস্তাই খোলা রাখবেন না।

Advertisement

[আরও পড়ুন: অস্ত্র হাতে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা! রুখে দাঁড়ালেন লাদাখের মেষপালকেরা, ভাইরাল ভিডিও]

উনিশের লোকসভা নির্বাচনে মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ – দুটি আসনই হাতছাড়া হয়েছে। মালদহ উত্তর আসন জিতেছেন বিজেপির খগেন মুর্মু। মালদহ দক্ষিণ গণি পরিবারের সদস্য, কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই দুটি আসনেই কংগ্রেস, সিপিএম, বিজেপি মিলে লড়াই করেছে। আসন্ন লোকসভা নির্বাচনে তাই কংগ্রেসকে বাদ দিয়েই এই জেলায় একার শক্তিতেই লড়বে তৃণমূল (TMC)।

[আরও পড়ুন: বাথরুমে ডেকে নগ্ন ছবি, গোপনাঙ্গে হাত! খাস কলকাতার স্কুলেই ছাত্রীর ‘যৌন হেনস্তা’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement