Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘করব আমরা আর ঝান্ডা নাড়বে ওরা’, নয়া বিমান পরিষেবা নিয়ে বিজেপিকে তোপ মমতার

রাজনৈতিক সংঘাতের মধ্যেই মঙ্গলবার উদ্বোধন হল কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার।

CM Mamata Banerjee slams BJP over Cooch Behar-Kolkata flight service | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 21, 2023 4:33 pm
  • Updated:February 21, 2023 8:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনৈতিক সংঘাতের মধ্যেই মঙ্গলবার উদ্বোধন হল কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার। আর এবার এই পরিষেবার উদ্বোধন নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।

কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা নিয়ে শিলিগুড়ির জনসভা থেকে বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দেগে মমতা বলে দেন, “কোচবিহার বিমানবন্দর তৈরির জন্য প্রয়োজনীয় সব কাজ করে দিলাম। আড়াই-তিনশো কোটি টাকা খরচ করে যাবতীয় ব্যবস্থা করে দিলাম। আর এখন বিজেপি বিধায়করা সেই বিমানে উঠে ঘুরে বেড়ালেন।” এরপরই প্রশ্ন তোলেন, ৯ জন করে যাতায়াত করা যাবে এই বিমান। কী লাভ আছে?

Advertisement

[আরও পড়ুন: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে গ্রুপ ডি’র চাকরি হারানো ১,৯১১ কর্মী]

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, বাগডোগরা বিমানবন্দরকে ঢেলে সাজানো হয়েছে। বালুরঘাট, পুরুলিয়া থেকে মালদহে বিমানবন্দর তৈরি হয়েছে। রাজ্যে ২৭টি হেলিপ্যাড তৈরি হয়েছে। কিন্তু এসব সত্ত্বেও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে বিজেপি। মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “করব আমরা আর ঝান্ডা নাড়বে ওরা। মানুষ বিপদে পড়লে আমি কিন্তু ছেড়ে কথা বলব না।”

উল্লেখ্য, এদিন ন’জনের আসনযুক্ত বিমানে রাজ্যের পাঁচ প্রতিনিধি থাকার কথা ছিল। কিন্তু উড়ানের সব আসন দাবি করে বিজেপি। তৃণমূলের দাবি, জটিলতা এড়াতেই শাসকদলের কোনও প্রতিনিধি উপস্থিত হননি। রবীন্দ্রনাথ ঘোষ এবং তৃণমূল নেতা পার্থ প্রতীম রায়ের যাওয়ার কথা থাকলেও ছিলেন না বলেই খবর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উপস্থিতিতেই হয় উদ্বোধন। মোট ৯ জন যাত্রী একসঙ্গে সফর করতে পারবেন ইন্ডিয়া ওয়ান সংস্থার বিমানটিতে। কোচবিহার থেকে কলকাতার প্রাথমিকভাবে বিমান ভাড়া ৯৯৯ টাকা। গেরুয়া শিবির যতই বলুক এতে রাজ্যবাসী উপকৃত হবেন, মুখ্যমন্ত্রীর গলায় কিন্তু উলটো কথাই শোনা গেল।

[আরও পড়ুন: হায়দরাবাদে একরত্তিকে কামড়ে-ছিঁড়ে খেল পথকুকুরের দল! ঘটনাস্থলেই মৃত্যু শিশুর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement