সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহুয়া মৈত্রের ‘দু’পয়সার প্রেস’ মন্তব্যে বিতর্কের আগুন জ্বলছে সর্বত্র। এমনকী, দল নিজেদের অবস্থানও এদিন স্পষ্ট করে দেয়। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় জানিয়ে দেন, “এটা ওঁর ব্যক্তিগত মন্তব্য। দলের কথা নয়।” এবার সাংবাদিকদের প্রতি সম্মান দেখিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজের জবাব দিয়ে দিলেন। মহুয়া মৈত্রকে যেন বুঝিয়ে দিলেন, যে সংবাদমাধ্যমকে অসম্মান করা একেবারেই উচিত হয়নি তাঁর।
মঙ্গলবার রানিগঞ্জের সভা থেকে মহুয়ার নাম না করেই মুখ্যমন্ত্রী বলেন, “প্রেস-মিডিয়ার একটা সম্মান আছে, ইজ্জত আছে। ওরা আমাকে অনেক সাহায্য করে। কার কোথায় কী প্রয়োজন, মানুষের কোনটা দরকার, তা তুলে ধরে সংবাদমাধ্যম।” এভাবেই সংবাদমাধ্যমকে সম্মান জানালেন তিনি। আর সেই সঙ্গে বুঝিয়ে দিলেন, দলীয় সাংসদের মন্তব্য কোনওভাবেই সমর্থনযোগ্য নয়।
উল্লেখ্য, রবিবার নদিয়ার গয়েশপুরে দলীয় কর্মীদের নিয়ে বৈঠকে সংবাদমাধ্যমকে ‘দু’পয়সা’র বলে উল্লেখ করেছিলেন সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তাঁর এই মন্তব্যে বিভিন্ন মহলে উঠেছে সমালোচনার ঝড়। চাপের মুখে টুইটে ক্ষমা চাইলেও ব্যঙ্গ করতেও ছাড়েননি। নিজের মন্তব্যকে ভুল বলে মানতে নারাজ তৃণমূল সাংসদ টুইটারে রীতিমতো মশকরাই করেন। তিনি লেখেন, “আই অ্যাপোলোজাইজ ফর দ্য মিন হার্টফুল অ্যাকিউরেট থিংস আই সেড।” যার বাংলা তর্জমা করলে হয়, “নিম্নমানের দুঃখজনক সঠিক কথা বলার জন্য আমি ক্ষমাপ্রার্থী।” অর্থাৎ ‘সঠিক’ মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নেন তৃণমূল সাংসদ।
গোটা বিষয়টি নিয়ে তীব্র নিন্দা শুরু হতেই দলের তরফে সুব্রত মুখোপাধ্যায় বলেন, “সংবাদমাধ্যমের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কেই বিশ্বাসী। তাই এমন মন্তব্য শুনে খারাপই লাগছে। তবে এটা ওঁর ব্যক্তিগত মন্তব্য। সংবাদমাধ্যম আমাদের বিরুদ্ধে লিখলেও আমরা হৃদ্যতা রেখেই চলি।” এদিকে কলকাতা প্রেস ক্লাবের তরফে ওই মন্তব্যের নিন্দা করে একটি বিবৃতিও দেওয়া হয়। তবে সব কিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন তিনি। একাধিক সংবাদমাধ্যমের মতো ‘সংবাদ প্রতিদিন’ও বয়কট করেছে তাঁকে। এবার খোদ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সম্মান জানিয়ে নাম না করেই বার্তা দিলেন মহুয়াকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.