Advertisement
Advertisement
Mamata Banerjee

Mamata Banerjee: শাড়ি পরালেন বীরবাহা, ঝাড়গ্রামে আদিবাসী ছন্দে পা মেলালেন মমতা, বাজালেন ধামসাও

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত আদিবাসীরা।

CM Mamata Banerjee shakes leg with Tribaal women at Jhargram | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:August 9, 2023 1:41 pm
  • Updated:August 9, 2023 3:38 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদিবাসী দিবসের অনুষ্ঠানে অন্য মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আদিবাসী মহিলাদের মতো করে শাড়ি পরে পা মেলালেন ছন্দে। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত আদিবাসীরা।

এই প্রথম নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমজনতার কাছে ধরা দিয়েছেন ঘরের মেয়ের মতো করে। কখনও চায়ের দোকানে ঢুকে চা বানিয়েছেন। কখনও হোটেলে হাতা-খুন্তি হাতে দেখা গিয়েছে তাঁকে, কখনও আবার পাহাড়ে গিয়ে মোমো বানিয়েছেন। আদিবাসী ছন্দেও পা মিলিয়েছেন বহুবার। এবার আদিবাসী দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী ছন্দে মাতলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: ‘মদ্যপ’ রেলচালকের ‘কীর্তি’তে ৪০ মিনিট দাঁড়িয়ে হাওড়া-জয়নগর আপ ট্রেন, ক্ষুব্ধ যাত্রীরা]

এদিন অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী বীরবাহা হাঁসদা আদিবাসী কায়দায় শাড়ি পরিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। এরপরই আদিবাসী মহিলাদের হাতে হাত রেখে তাঁদের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের ফাঁকেই আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়। ঢামসা-মাদল তুলে দেওয়া হয় বেশ কয়েকজনের হাতে। ধামসাও বাজান তিনি। প্রসঙ্গত, এদিনও একাধিক ইস্যুতে বিজেপিকে বেনজির আক্রমণ করেছেন তিনি। নিশানা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।  

[আরও পড়ুন:  ফের কবে ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ? জানাল হাওয়া অফিস]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement