Advertisement
Advertisement
Narendra Modi-Mamata Banerjee

ফের একমঞ্চে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী? হলদিয়ার অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা বন্দ্যোপাধ্যায়ও

এর আগে ২৩ জানুয়ারি ভিক্টোরিয়ার অনুষ্ঠানে একমঞ্চে দেখা গিয়েছিল দু'জনকে।

CM Mamata Banerjee is invited to the programme at Haldia where the chief guest is PM Narendra Modi on February 7 |SangbadPratidin

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:January 31, 2021 8:46 pm
  • Updated:June 20, 2022 6:25 pm

চঞ্চল প্রধান, হলদিয়া: ফের এক মঞ্চে দেখা যেতে পারে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে। আগামী ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (BPCL) এক প্রকল্প উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমবন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও (CM Mamata Banerjee)। ফলে ফের উভয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা। এছাড়া হলদিয়ার ওই অনুষ্ঠানে আমন্ত্রিত রাজ্যপাল জগদীপ ধনকড়, স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী, স্থানীয় বিধায়ক তাপসী মণ্ডল, যিনি সদ্যই সিপিএম থেকে দলবদল করে নাম লিখিয়েছেন বিজেপিতে। রবিবার হলদিয়ায় সে কথা জানিয়েছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কোনও বিশেষ কর্মসূচি না থাকলে ওইদিনের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাজির থাকার সম্ভাবনা প্রবল। এর আগে ২৩ জানুয়ারি নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকীতে ভিক্টোরিয়ার অনুষ্ঠানে একমঞ্চে দেখা গিয়েছিল মোদি-মমতাকে।

চালু হবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে এলপিজি টার্মিনাল, হলদিয়া রিফাইনারির দ্বিতীয় “ক‍্যাটালিস্টিক ডিওয়াক্সিং ইউনিট”। আগামী ৭ তারিখ হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেই টার্মিনাল উদ্বোধন করবেন। সেইসঙ্গে হলদিয়ার রানিচকে নবনির্মিত উড়ালপুলও চালু হওয়ার কথা তাঁর হাত ধরে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রবিবার হলদিয়ায় পৌঁছে কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর সফরের আগে এদিন তিনি প্রস্তুতি খতিয়ে দেখেন। ১১০০ কোটি টাকা খরচে হলদিয়ার সিটি সেন্টার লাগোয়া তেঁতুলবেড়িয়ায় তৈরি হয়েছে এলপিজি টার্মিনাল। এদিন সেই টার্মিনাল ঘুরে দেখলেন কেন্দ্রীয় মন্ত্রী। হলদিয়া রিফাইনারি ১০২০ কোটি টাকা খরচে ক‍্যাটালিস্টিক ডিওয়াক্সিং ইউনিট গড়তে চলেছে।বছরে উৎপাদন ক্ষমতা ২৭০ MMT. সম্ভাব‍্য প্ল‍্যান্টের সার্বিক পরিবেশও দেখে নিলেন ধর্মেন্দ্র প্রধান।

Advertisement

[আরও পড়ুন: পিকনিকে ‘জয় শ্রীরাম’ গান বাজানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি, উত্তপ্ত বলাগড়]

পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, “প্রধানমন্ত্রীর ‘আত্মনির্ভর ভারত’ – ভাবনায় হলদিয়া রিফাইনারির লুব্রিকেন্ট প্ল‍্যান্ট খুব গুরুত্বপূর্ণ। বিদেশ থেকে আমদানিকৃত জ্বালানি তেল কমিয়ে দেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। বিপিসিএলের টার্মিনাল চালু হলে বাংলার পাশাপাশি সারা পূর্ব ভারতে রান্নার গ‍্যাস পেতে বড় সুবিধা হবে। মসৃণ হবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কাজ।” রবিবার কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তমলুকের তৃণমূল সাংসদ দিব‍্যেন্দু অধিকারী।  তিনিও ওইদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত। এ নিয়ে দিনের শুরুর দিকে রাজনৈতিক মহলে অন্য সম্ভাবনা নিয়ে চর্চা শুরু হলেও প্রোটোকল মেনেই কেন্দ্রীয় অনুষ্ঠানে স্থানীয় সাংসদকে আমন্ত্রণ করা হয়েছে বলে জানান দিব্য়েন্দু অধিকারী।  

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement