Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী, তারপর…

কী বললেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও৷

CM Mamata Banerjee furious over 'Jai Sriram' slogan
Published by: Sayani Sen
  • Posted:May 4, 2019 7:46 pm
  • Updated:May 4, 2019 8:03 pm  

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন বেশ কয়েকজন যুবক৷ তা শুনেই গাড়ি থেকে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি বেগতিক দেখেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই যুবকেরা৷ রাজবল্লভপুরের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা৷ এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷

[ আরও পড়ুন: ভোটের দিন বেধড়ক মার, প্রাণ গেল তৃণমূল কাউন্সিলরের স্বামীর]

শনিবার দুপুরে খড়গপুর থেকে চন্দ্রকোণা টাউনের দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কনভয় রাধাবল্লভপুর দিয়ে যাচ্ছিল৷ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুপাশে বহু মানুষ ভিড় জমান৷ হাত নাড়িয়ে অভ্যর্থনাও জানাতে থাকেন সকলেই৷ এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু এরপরই বাধল গন্ডগোল৷ ভিড়ের মাঝে আচমকাই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বেশ কয়েকজন যুবক৷ ওই যুবকরা গালিগালাজ করছিল বলেও অভিযোগ৷ গাড়ি করে যাওয়ার সময় সেই শব্দ পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে৷ আচমকাই গাড়ি থেকে নেমে পড়েন তিনি৷ রাজ্যের প্রশাসনিক প্রধানকে গাড়ি থেকে নামতে দেখেই ওই যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে৷ কিছু বলার আগেই কেন পালিয়ে যাচ্ছেন যুবকেরা, তা চিৎকার করে জিজ্ঞাসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও যুবকেরা সদুত্তর দিতে পারেনি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷

Advertisement

[ আরও পড়ুন: ‘সংবাদমাধ্যমের কণ্ঠরোধ ভুল সিদ্ধান্ত ছিল’, বিস্ফোরক স্বীকারোক্তি সুব্রত মুখোপাধ্যায়ের]

নির্বাচনী উত্তাপের মাঝেই রাজ্যে মাথাচাড়া দিয়েছিল ফণীর কাঁটা৷ প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রকোপে বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছিল৷ প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে শুক্রবার দলীয় কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে আবহবিদদের পূর্বাভাস এবং বাংলায় ফণীর গতিবিধির মধ্যে রয়েছে বিস্তর ফারাক৷ শক্তি হারিয়ে বাংলায় বিষদাঁত ফোটাতে পারেনি শক্তিশালী ঘূর্ণিঝড়৷ পরিবর্তে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে চলে গিয়েছে ফণী৷ মেঘের চাদর সরিয়ে শনিবার সকালে মিলেছে রোদের দেখা৷ প্রাকৃতিক পরিস্থিতির উন্নতি হওয়ার পর আবার দলীয় প্রচারে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার দুপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় তারকা প্রার্থী দেবের সমর্থনে প্রচার সারেন তিনি৷

দেখুন ভিডিও:

ভিডিও: সুকান্ত চক্রবর্তী

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement