সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিংসা, মারামারি নয় কিংবা দল ভাঙানোর রাজনীতি নয়। উন্নয়নকে হাতিয়ার করেই ফের বাংলার মসনদে বসাই লক্ষ্য বলে বারবার দাবি করেছে তৃণমূল। সোমবার নদিয়ার রানাঘাটের সভামঞ্চ থেকে উন্নয়নের অস্ত্রেই শান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধীদের দিকে ছুঁড়লেন চ্যালেঞ্জ। অন্য কোনও রাজ্য সরকার এত উন্নয়ন করেছে দেখাতে পারলে রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও বললেন তিনি।
একুশের নির্বাচনে মসনদ দখলের লড়াইতে এগিয়ে কে? ক্ষমতা দখলে রাখতে পারবে তৃণমূল নাকি বিজেপিই হাসবে জয়ের হাসি? তা নিয়ে বিভিন্ন মহলে চলছে জোর আলোচনা। ঘাসফুল শিবিরের দাবি, ধর্মের তাসেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। পালটা তৃণমূলকেও বিঁধতে ছাড়ছে না গেরুয়া শিবির। কারণ, রাজনৈতিক ময়দানে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ।
এই পরিস্থিতিতে উন্নয়নকে হাতিয়ার করেই এগোচ্ছে তৃণমূল। নদিয়ার হবিবপুরের সভামঞ্চ থেকে সেকথাই আরও একবার তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) ঠিক আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার। একাধিক সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। ওই কর্মসূচি ইতিমধ্যে ভালই সাড়া ফেলেছে। এছাড়া ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পের আওতাভুক্ত করা হয়েছে রাজ্যের প্রত্যেক মানুষকে। রাজনৈতিক মহলের মতে, ‘দুয়ারে সরকার’ এবং ‘স্বাস্থ্যসাথী’ এই দুইই ভোটের আগে রাজ্য সরকারের বড় হাতিয়ার। তার সুফল ভোট বাক্সে প্রভাব ফেলবে বলেই মনে করছেন প্রায় সকলেই। আর সেই আত্মবিশ্বাস থেকেই সোমবার রানাঘাটের সভা থেকে বিরোধীদের দিকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়লেন মমতা। কোনও সরকার এত কাজ করেছে দেখাতে পারলে নাকখত দিয়ে রাজনীতি ছেড়ে দেওয়ার কথা বললেন তিনি। পাশাপাশি এদিনের মঞ্চ থেকে একাধিক ইস্যুতে বিরোধী বিজেপিকেও আক্রমণ করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.