সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেপালি কবি ভানুভক্তের জন্মদিনের বিশেষ অনুষ্ঠান মঞ্চ থেকে ঐক্যের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নেপালি কবির জন্মদিনে বুধবার দার্জিলিংয়ের ম্যালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকে ভানুভক্তকে শ্রদ্ধা জানান খোদ মুখ্যমন্ত্রী। ভানুভক্তের মূর্তিতে মাল্যদান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় এদিন বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেপালি ভাষা সাবলীলভাবে বলতে না পারলেও বুঝতে অসুবিধা হয় না বলেই জানান। সহজ, সরল, প্রাঞ্জল ভাষায় ভানুভক্তের লেখা কবিতা মন ছুঁয়ে যায় তাঁর। দার্জিলিংয়ের পাশাপাশি বুধবার কলকাতাতেও ভানুভক্তের জন্মদিনে বিশেষ অনুষ্ঠান আয়োজন করে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “ভানুভক্ত বিভেদ করতেন না। আমরাও সবসময় একই কথা বলি। বিভেদ দূর করতে হবে। মাটিতে কাজ করতে করতে নেতার জন্ম হয়।”
উল্লেখ্য, GTA’র শপথ অনুষ্ঠানে যোগ দিতে গত সোমবার দার্জিলিংয়ে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শপথ অনুষ্ঠানে অংশ নেন তিনি। পরদিন ভানুভক্তের জন্মদিন উপলক্ষে দার্জিলিংয়ে থেকে যান রাজ্যের প্রশাসনিক প্রধান, অনুষ্ঠান মঞ্চে নিজেই জানান সেকথা। বৃহস্পতিবার কলকাতায় ফেরার কথা তাঁর।
ভানুভক্তের জন্মদিনের অনুষ্ঠানের আগে বুধবার সকালে পাহাড়ি রাস্তায় প্রাতঃভ্রমণ সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কথা বলেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে। খানিকটা বেলা হতেই দার্জিলিংয়ের একটি সবজি বাজারে ঢুকে পড়েন মুখ্যমন্ত্রী। কথা বলেন বিক্রেতাদের সঙ্গে। রীতিমতো সবজির দরদামও করেন। একটি দোকানের লাল লঙ্কা দেখে রসিকতা করেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে থাকা কর্মীদের বলেন, “এই লঙ্কা এক কেজি খেতে পারলেই পুরস্কার দেব।” একটি দোকান থেকে লঙ্কার আচার কেনার কথাও বলেন তিনি।
রাস্তায় খুদেদের আদর করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাদের হাতে প্রচুর চকোলেট তুলে দেন তিনি। এক শিশুকে কোলে নিয়ে ছবিও তোলেন তিনি। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত পাহাড়বাসী। তার আগে মঙ্গলবার নিজে হাতে তৈরি করে শিশুদের ফুচকা খাওয়াতেও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.