Advertisement
Advertisement

Breaking News

মমতা বন্দ্যোপাধ্যায়

‘তোতাপাখির ভোঁতা বুলিতে কান দেবেন না’, মোদিকে তোপ মমতার

মোদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন বলে অভিযোগ মমতার৷

CM Mamata Banerjee attacks PM Narendra Modi at Ghatal
Published by: Sayani Sen
  • Posted:May 8, 2019 3:26 pm
  • Updated:May 8, 2019 3:26 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ৷ তার আগে বুধবার ডেবরায় সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রচার সভায় বক্তৃতার সিংহভাগ জুড়েই আক্রমণের নিশানায় ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের বর্তমান পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই আবারও সুর চড়ান তিনি৷ গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও মোদি সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করছেন বলেও অভিযোগ তাঁর৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মোদির নেতৃত্বে ফ্যাসিস্ট সরকার চলছে দেশে৷ জরুরি অবস্থা চলছে৷ সবাই ভয়ে চুপসে আছে৷ কাউকে না কাউকে বেড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হয়৷ সেটাই করে দেখিয়েছে বাংলা৷ মোদিকে ভয় পায় না বাংলা৷’’ মোদিকে ‘তোতাপাখি’ বলেও কটাক্ষ করেন তিনি৷  

[ আরও পড়ুন: দিলীপ ঘোষের কনভয়ে ফের হামলা, উত্তেজনা খেজুরিতে]

দিনকয়েক আগেই ফণীর আশঙ্কায় কাঁটা হয়ে গিয়েছিল রাজ্যবাসী৷ ওড়িশা উপকূল থেকে বাংলার দিকে ধেয়ে এসেছিল প্রবল ঘূর্ণিঝড়৷ বড়সড় ক্ষয়ক্ষতি না হলেও, উপকূলবর্তী জেলাগুলিতে বেশ কয়েকটি বাড়ি ভেঙে যায়৷ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে মোদি কথা বলেছেন৷ ফণী বিধ্বস্ত বাংলার খোঁজ নিতে বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি যোগাযোগ করেননি বলেই দাবি তৃণমূলের৷ এই নিয়ে বিতর্কও মাথাচাড়া দেয়৷ এরপর নবান্নে চিঠি পাঠিয়ে বৈঠকে বসার আরজিও জানান মোদি৷ তবে রাজ্যে সভা করতে এসে কীভাবে সরকারি বৈঠক করতে পারেন তিনি, তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ বুধবার ডেবরার সভা থেকে আবারও এই একই ইস্যুতে মোদির তুলোধনা করেন তিনি৷ বন্যা হোক কিংবা ফণী, মোদি সরকারের সাহায্য বাংলার লাগবে না বলেই সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Advertisement

[ আরও পড়ুন: উপনির্বাচনে বুথে দেখা গেলেই গ্রেপ্তার করতে হবে অর্জুন সিং-কে, দাবি মদনের]

প্রতিবছর বর্ষাতেই প্লাবনের আশঙ্কায় ভোগেন ঘাটালের বাসিন্দারা৷ সেই সমস্যা সমাধানেই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী৷ উন্নয়নের লক্ষ্যে সাংসদ হিসাবে আবারও তৃণমূলের তারকা প্রার্থী দেবকে বেছে নেওয়ার আরজি জানান তিনি৷  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement