কিংশুক প্রামাণিক, মন্দিরবাজার: ৮০ টাকা যখন দিতে পারছি। তখন ২০ টাকাও দিতে পারব। কৃষকদের ফসলবিমা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, কেন্দ্রের দয়ার প্রয়োজন নেই। কৃষকদের পাশে মা-মাটি-মানুষের সরকার ছিল, আছে এবং থাকবে।
রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই কৃষকদের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকদের জন্য নেওয়া হয়েছে একাধিক প্রকল্প। কিন্তু কেন্দ্রের সরকার প্রতারণা করছে বলে সরাসরি অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিবাজারের সভায় তিনি বলেন, “কৃষকদের ফসলবিমা নিয়ে রাজনীতি করছে কেন্দ্র। ১০০ টাকার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ৮০ টাকা। বাকি ২০ টাকা দিচ্ছে কেন্দ্র। কিন্তু বলে বেড়াচ্ছে, তারা না কি পুরোটাই দিচ্ছে। এটা ভাঁওতা, প্রতারণা। মানুষকে ভুল বোঝানো হচ্ছে। তাই ৮০ টাকা যখন আমরা দিতে পারছি, তখন ২০ টাকাও দিতে পারব। কেন্দ্রের দয়া নেওয়ার দরকার নেই।”
[নার্সিংহোমে উদ্ধার পুলিশকর্মীর ঝুলন্ত দেহ, মৃত্যুর কারণে ধোঁয়াশা]
বাংলার কৃষকরা যাতে ভাল থাকেন, তার জন্য রাজ্যের সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের খাজনা, মিউটেশন ফি মকুব, কৃষক ভাতা চালু-সহ একাধিক প্রকল্প চালু করেছে সরকার। বন্যা-খরায় ক্ষতিগ্রস্ত ৩০ হাজার পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে, ৪০ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে, কৃষি সরঞ্জাম প্রদান করা হচ্ছে। এই অবস্থায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী জানান, নাসিকে ২ টাকা কেজি দরেও পিঁয়াজ বিক্রি হচ্ছে না। রাস্তায় পড়ে থাকছে রসুন-পিঁয়াজ, ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছেন। ইতিমধ্যে ধান বিক্রিতে ফড়েরাজ বন্ধ করতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো রাজ্যজুড়ে চলছে অভিযান। এদিন কৃষকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ফড়েদের পাল্লায় পড়বেন না। একটা সিস্টেম চালু করা হচ্ছে, ধান দিন চেক নিন। কোনও মিডলম্যান নয়। নিজের ধান নিজেই বিক্রি করুন।” ধান বিক্রির জন্য রাজ্যে ধান্যক্রয় কেন্দ্রের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানান। সভায় ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অন্যান্যরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.