Advertisement
Advertisement

Breaking News

১ জানুয়ারি পালিত হবে ‘ছাত্র দিবস’, মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বৈঠকে ছাত্র মেলার কথাও জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee announces Students Day on 1 January | Sangbad Pratidin

মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 17, 2021 1:44 pm
  • Updated:November 17, 2021 5:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পড়ুয়াদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে রাজ্য। এবার ১ জানুয়ারিকে স্টুডেন্টস ডে অর্থাৎ ছাত্র দিবস হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শুক্রবার মধ্যমগ্রামে প্রশাসনিক বৈঠক থেকে তিনি বললেন, “বছরের প্রথমদিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করব আমরা।”

একুশের বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর এই প্রথম উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক করলেন মমতা। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মন্ত্রী সুজিত বসু, খাদ্যমন্ত্রী রথীন চক্রবর্তী, বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan), বারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী (Raj Chackraborty)-সহ জেলার ডিএম, এসপিরা। সেখানে রাজ্যের প্রকল্পগুলি নিয়ে দীর্ঘ আলোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

[আরও পড়ুন: Weather Update: নিম্নচাপের ধাক্কা কাটিয়ে বঙ্গে ফের স্বমহিমায় শীত, ৬ দিন পর কমল তাপমাত্রা]

জানা গিয়েছে, আগামী ২০ নভেম্বর রাজ্যের তরফে আয়োজন করা হবে ছাত্র মেলার (Student Fair)। সেখানে মোট ১০ পড়ুয়াকে লোন অর্থাৎ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দিয়েছেন যাতে শুধু একদিনই নয় ১৫ থেকে ২০ দিন অথবা একমাস অন্তর ছাত্র মেলার আয়োজন করা হয়। এর ফলে পড়ুয়াদের সুবিধা হবে। এরপরই ১ জানুয়ারিকে ছাত্র দিবস হিসেবে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, পড়ুয়ারাই আমাদের ভবিষ্যৎ। তাই বছরের প্রথমদিন পড়ুয়াদের জন্য উৎসর্গ করছি। ওই দিন আরও একটা মেলার আয়োজন করার পরামর্শ দেন তিনি। পাশাপাশি এদিনই সুন্দরবনকে আলাদা জেলা করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগেই ভোটে জয়লাভ করলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি পূরণ করেছেন তিনি। ক্ষমতায় এসেই কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই চালু হয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প (Students Credit Card)।  

[আরও পড়ুন: স্বরূপনগরে বাংলাদেশের ছায়া, দেবদেবীর মূর্তি ভাঙচুরে ব্যাপক উত্তেজনা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement