Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: জমির পাট্টা, মাসিক ভাতা, বাড়ির তৈরির টাকা, উত্তরবঙ্গে চা শ্রমিকদের জন্য কল্পতরু মমতা

লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রীর।

CM Mamata Banerjee announces new scheme for tea garden workers | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:December 10, 2023 1:11 pm
  • Updated:December 10, 2023 1:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা ভোটের আগে উত্তরবঙ্গে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee)। প্রতিশ্রুতি রেখে চা বাগানের শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দিলেন তিনি। সঙ্গে জানালেন, শুধু পাট্টা নয়, জমিতে বাড়ি তৈরি করতেও আর্থিক সাহায্য করবে রাজ্য। এমনকী, বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা। সেখানে ৪ হাজার ৬৪২ জন চা শ্রমিকের হাতে পাট্টা তুলে দিয়েছেন। সঙ্গে বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা আর্থিক সাহায্যও করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন,”১৩ হাজার চা শ্রমিককে জমির পাট্টা ও আর্থিক সাহায্য দেওয়া হবে।” এর পরই বন্ধ হয়ে যাওয়া চা বাগানের শ্রমিকদের জন্যও বড় ঘোষণা করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: কলকাতা ছুঁয়ে দার্জিলিংয়ে সাইবেরিয়ার জোড়া বাঘ! বিনিময়ে বিদেশ পাড়ি রেড পান্ডার]

ডুয়ার্সের একাধিক চা বাগানের গেটে তালা ঝুলেছে। কাজ হারিয়েছেন বহু মানুষ। তাঁদের পাশে দাঁড়িয়ে প্রতি মাসে দেড় হাজার টাকা ভাতা দেওয়ার কথা জানালেন মমতা। পাশাপাশি বিনামূল্য় বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কথাও জানিয়ে রাখলেন। এর ফলে ডুয়ার্সের বহু মানুষ উপকৃত হবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বিজেপিকেও বিঁধেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমরা বিজেপির মতো নই। কথা দিলে কথা রাখি। বন্ধ থাকা চা বাগান খোলার কথা আগে বলেছিল। লোকসভা ভোটের আগে আবার বলবে। কিন্তু কাজ করবে না। আমরা কথা রেখেছি।”

[আরও পড়ুন: চলন্ত ট্রেনে মহিলা যাত্রীর ‘শ্লীলতাহানি’, প্রশ্নের মুখে নিরাপত্তা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement