Advertisement
Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়

‘দিল্লি থেকে পুলিশ আনলেও একটি আসনও পাবে না’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার

শান্তিপুরে পদযাত্রা করলেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও।

CM Mamata Banerjee addresses public meeting in Nadia's Gayeshpur
Published by: Tanumoy Ghosal
  • Posted:April 21, 2019 4:02 pm
  • Updated:April 21, 2019 5:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লি থেকে পাঁচ কোটি পুলিশ আনলেও বাংলায় একটি আসনও পাবে না। নদিয়ার গয়েশপুরের জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দিল্লি থেকে লোক পাঠিয়ে রাজ্যে সমান্তরাল সরকার চালাচ্ছে মোদি সরকার। ঘন ঘন পালটে দেওয়া হচ্ছে বাংলার কর্মরত অফিসারদের।

[আরও পড়ুন: বিরোধীরা ভোট চাইতে এলে ঝাঁটা হাতে তাড়া করবেন, মহিলাদের নিদান তৃণমূল নেতার]

Advertisement

উত্তরবঙ্গে যেমন করছিলেন, এখন দক্ষিণবঙ্গে একইভাবে একে পর নির্বাচনী জনসভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারও তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর সমর্থনেই রবিবার নদিয়ার গয়েশপুরে জনসভা করলেন মুখ্যমন্ত্রী। কারণ গয়েশপুর নদিয়া জেলায় হলেও, বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এদিন জনসভা থেকে রানাঘাট কেন্দ্রে দলের প্রার্থী রূপালী বিশ্বাসকেও ভোট দেওয়ার আরজি জানিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার সকালে শ্রীলঙ্কা ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। প্রাণ হারান বহু মানুষ। গয়েশপুরের জনসভায় সেই ঘটনার কথা উল্লেখ করে নিহতদের শ্রদ্ধা জানান মমতা। এরপরই পরিচিত কায়দাই কেন্দ্রের মোদি সরকারকে নিশানা করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গত পাঁচ বছর ধরে বাংলার বঞ্চনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ভোট আসতেই বসন্তের কোকিলের মতো রাজ্যে এসে মিথ্যা কথা বলছেন। এ রাজ্য থেকে যাঁরা রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন, তাঁদের মেরে তাড়িয়ে দিয়েছে সে রাজ্যের বিজেপি সরকার। মমতার হুঁশিয়ারি, মোদি নোট বাতিল করেছেন, এবার তাঁর ভোট বাতিল হবে। বিজেপি গো-হারান হারবে। ৫ বছর ধরে শুধু দাঙ্গার ভাষণ দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী, বিদেশে ঘুরে বেড়িয়েছেন। ফের যদি বিজেপি ক্ষমতায় আসে, তাহলে দেশে সংবিধান বলে কিছু থাকবে না, ভোটও হবে না। এদিন জনসভা থেকে ফের জাতীয় রাজনীতিতে আঞ্চলিক দলগুলির ঐক্যের ছবি তুলে ধরেন মমতা। বলেন, ২০১৯-কেন্দ্রে সরকার গড়বে আঞ্চলিক দলের জোট। 

শুধু জনসভাই নয়,  রবিবার শান্তিপুরে রানাঘাট লোকসভা কেন্দ্রে দলের প্রার্থী রূপালী বিশ্বাসের সমর্থনে পদযাত্রাও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখুন ভিডিও:

ভিডিও: সুজিত মণ্ডল

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement