Advertisement
Advertisement

সুখবর নিয়ে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী

সংস্থার পক্ষে দাবি করা হয়েছে, এই প্রকল্পে বিক্রম সোলার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে৷ এর ফলে তিন হাজার নতুন কর্মসংস্থানও হবে৷

CM is coming back with some good news
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 10, 2016 9:10 am
  • Updated:June 23, 2022 7:51 pm  

কিংশুক প্রামাণিক: দেশে ফেরার পথে জার্মানিতে পর পর সুখবর৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকালেই জানতে পারেন মুর্শিদাবাদ জেলা পরিষদ তৃণমূল কংগ্রেসের হাতে চলে এসেছে৷ মিউনিখ বিমানবন্দরে পৌঁছনোর পর অর্থমন্ত্রী অমিত মিত্র তাঁকে খবর দেন, মিউনিখের শিল্প সম্মেলনের সুফল মিলতে শুরু করেছে৷ জার্মান সংস্থা আবুস সিকিউরিটি এবং বিক্রম সোলার রাজ্যে ৪৫০ কোটি টাকার বিনিয়োগ করবে৷ আগের দিন রাতেই পেয়েছিলেন আরও একটি সুখবর, কেন্দ্রে ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের সেরার শিরোপা পেয়েছে রাজ্যের চার জেলা–নদিয়া, বীরভূম, হুগলি ও উত্তর ২৪ পরগনা৷ ঠিক এর পরই আসল খবরটা পেলেন, জামিন হয়েছে মদন মিত্রর৷ খুব স্বাভাবিকভাবেই এখবর শোনামাত্র সন্তোষ প্রকাশ করেন মমতা৷ তখনই তিনি ফোনে কথা বলেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে৷ নিজের প্রতিক্রিয়া না জানালেও মমতা এই খবরে তৃপ্ত৷ তিনি আগেই বলেছিলেন, মদনকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে৷ শুরু থেকেই তিনি মদনের পাশে ছিলেন৷ গত বিধানসভা ভোটে মমতা তাঁকে টিকিটও দিয়েছিলেন৷ এই ব্যাপারে দলের তরফে প্রতিক্রিয়া জানানোর জন্য তিনি পার্থবাবুকে নির্দেশ দিয়েছেন৷

Advertisement

মাদার টেরিজার সেন্টহুডে যোগ দিতে ২ সেপ্টেম্বর রোমে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ ভ্যাটিকান সিটিতে মাদারের ক্যানোনাইজেশন পর্ব মিটিয়ে তিনি জার্মানির শহর মিউনিখে চলে আসেন৷ মমতা রোমে যেমন বিপুল সংবর্ধনা পেয়েছেন, তেমনই ছবি দেখা গিয়েছে মিউনিখেও৷

এখানে রাজ্য সরকার আয়োজিত শিল্প সম্মেলনে এদেশের শিল্পকর্তারা যেভাবে অংশ নিয়েছেন এবং তাঁর উদ্যোগের প্রশংসা করেছেন, তাতে মমতা সন্তোষ প্রকাশ করেন৷

শুক্রবার মিউনিখ থেকে বিমানে ওঠার আগে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে খুব ভাল সম্মেলন হয়েছে৷ আমরা এসেছিলাম রোমে৷ সেই কারণে এক ঘণ্টার উড়ানে কাছের শহর মিউনিখে এসেছিলাম৷ মিউনিখে অটোমোবাইল ও ইঞ্জিনিয়ারিং শিল্প প্রভূত উন্নতি করেছে৷ তাই শিল্প সম্মেলন করার জন্য ইউরোপের এই শহরকে বেছে নেওয়া হয়৷”

এই পর্বেই মিউনিখ সফরে এসেছিলেন কলকাতার মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ সেই সফরও সফল৷ ডুসেলডর্ফের মেয়রের সঙ্গে কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ‘সিস্টার সিটি’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ কলকাতায় আয়োজিত বিশ্ববঙ্গ সম্মেলনে সেদেশের শিল্পপতিদের সঙ্গে নিয়ে যোগ দেওয়ার জন্য ডুসেলডর্ফের মেয়রকে আমন্ত্রণ জানানো হয়েছে৷ রাজ্যের তরফে জার্মানির শিল্পপতিদেরও জানুয়ারিতে কলকাতায় অনুষ্ঠিত ওই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে৷ জানা গিয়েছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জার্মানির বিভিন্ন প্রভিন্সের মেয়রদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনা হয়েছে৷ তাতে ইতিবাচক ইঙ্গিতও মিলেছে৷ এর পর জার্মান ছাড়ার আগেই সুখবর এল, বিনিয়োগ আসছে বাংলায়৷ মমতা বলেন, এত তাড়াতাড়ি জার্মান শিল্পমহল থেকে সাড়া মিলবে, ভাবা যায়নি৷ এটা অনেক বড় সাফল্য৷

মমতার সঙ্গে রয়েছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় প্রমুখ৷ এদিন অমিতবাবু বলেন, রাজ্যের একটি শিল্প প্রতিনিধি দল শুক্রবার ফ্রাঙ্কফ্রুর্টে গিয়েছে৷ তাঁরা বাংলায় শিল্প বিনিয়োগের ব্যাপারে সেখানকার বণিকসভার সঙ্গে আলোচনা করবেন৷ তিনি জানান, জার্মান সংস্থা টিমটেকনিকের সঙ্গে বিক্রম সোলারের একটি মউ স্বাক্ষরিত হয়েছে৷ ওই সংস্থা ২০১৯ সালের মধ্যে তাদের উৎপাদন ২ গিগাওয়াট পর্যন্ত বৃদ্ধি করবে৷” সংস্থার পক্ষে দাবি করা হয়েছে, এই প্রকল্পে বিক্রম সোলার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে৷ এর ফলে তিন হাজার নতুন কর্মসংস্থানও হবে৷

অন্যদিকে, জার্মান সংস্থা আবুস রাজ্য থেকে পাটের ব্যাগ কিনবে বলে জানিয়েছে৷ রাজ্যের পাটচাষিদের জন্য এটি সুখবর৷ পাটের সামগ্রী বিশ্ববাজারে জনপ্রিয় করার দিকে নজর দেওয়া গেলে পাটচাষিরা উপকৃত হবেন৷ উল্লেখ্য, আবুস সিকিউরিটি টেক জার্মানি বাড়ি-গাড়ির সুরক্ষায় সংক্রান্ত যাবতীয় সামগ্রী তালা থেকে ক্লোজ সার্কিট ক্যামেরা প্রস্তুত করে থাকে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement