সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওদের যখন যেমন প্রয়োজন, সাহায্য করুন৷ সিমেন্ট কারখানার উদ্বোধন করে শালবনিবাসীদের এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দীর্ঘ টালবাহানার পর, পশ্চিম মেদিনীপুরের শালবনিতে চালু হল জিন্দালদের সিমেন্ট কারখানা৷ কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী৷ উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ‘সময়ের অনেক আগেই কারখানা তৈরির কাজ শেষ হয়েছে৷ এরফলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে৷’ মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘জিন্দাল গ্রুপ খুব ভাল৷ গরিবদের জন্য অনেক ভাল কাজ করছে৷’ এদিকে, শেষপর্যন্ত এলাকায় কারখানা তৈরি হওয়ার খুশি স্থানীয় বাসিন্দারাও৷
[শালবনিতে চালু হচ্ছে জিন্দালদের সিমেন্ট কারখানা, ১৫ জানুয়ারি উদ্বোধন মুখ্যমন্ত্রীর]
বাম আমলেই পশ্চিম মেদিনীপুরের শালবনিতে একটি ইস্পাত কারখানা করতে চেয়েছিল জিন্দাল গোষ্ঠী৷ কিন্তু, কাঁচামালের অভাবে ইস্পাত কারখানা তৈরির পরিকল্পনা থেকে সরে আসে তারা৷ ঠিক হয়, ইস্পাত কারখানা নয়, শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানা হবে৷ জমি অধিগ্রহণের পর, প্রস্তাবিত কারখানার শিলান্যাসও করেছিলেন রাজ্যের তখনকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ কিন্তু, পরবর্তীকাল নানা কারণে প্রকল্পের কাজ থমকে ছিল৷ ২০১১ সালে রাজ্যে পালাবদল ঘটে৷ মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানা চালুর বিষয়ে উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নে জিন্দাল গোষ্ঠীর প্রধান সজ্জন জিন্দালদের সঙ্গে বৈঠক করেন তিনি৷ প্রস্তাবিত সিমেন্ট কারখানার জন্য বাড়তি জমিরও বন্দোবস্ত করে দেয় রাজ্য সরকার৷ ২০১৬ সালে শালবনিতে ফের কারখানার শিলান্যাস করেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল সরকারের জমানায় শিলান্যাসের প্রায় ২ বছর পর শালবনিতে জিন্দালদের সিমেন্ট কারখানায় উৎপাদন শুরু হতে চলেছে৷ সোমবার কারখানার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, ‘ ক্ষুদ্র শিল্পে দেশের মধ্যে একনম্বরে বাংলা৷ শালবনিতে সময়ের অনেক আগেই কারখানা তৈরির কাজ শেষ হয়েছে৷ এরফলে রাজ্যে কর্মসংস্থান বাড়বে৷’ জিন্দাল গোষ্ঠীর প্রশংসা করেন মুখ্যমন্ত্রী৷ বলেন, ‘জিন্দাল গ্রুপ খুব ভাল গ্রুপ৷ গরিবদের জন্য খুব ভাল কাজ করছে ’ মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন, তখন মঞ্চে বসে সংস্থার প্রধান সজ্জন জিন্দাল৷ আর সবশেষে শালবনিবাসীদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা, ‘ওদের যখন যেমন প্রয়োজন, সাহায্য করুন৷’ জানা গিয়েছে, শালবনিতে জিন্দালদের কারখানা বছরে ২৮ লক্ষ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন হবে৷ চাকরি পাবেন ২ হাজার মানুষ৷
[পাহাড়ে অবাধ পঞ্চায়েত নির্বাচন করে দেখান, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ সূর্যকান্তর]
প্রসঙ্গত, ১৬ ও ১৭ জানুয়ারি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অনুষ্ঠিত হবে কলকাতায়৷ শিল্পপতিদের একাংশের মতে, সেই সম্মেলনে ঠিক আগে জিন্দালদের কারখানা উদ্বোধন করে বিনিয়োগকারীদের ইতিবাচক বার্তা দিতে চাইলেন মুখ্যমন্ত্রী৷
[শীতঘুম উধাও, স্বভাব বদলে প্রবল ঠান্ডাতেও ছোবল মারছে সাপ!]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.