Advertisement
Advertisement
Mamata Banerjee

কালীপুজোর বিসর্জনে খুদেকে বাঁচাতে গিয়ে মৃত্যু পুলিশকর্মীর, আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর

চাকরির আরজি জানিয়েছেন মৃতের স্ত্রী।

CM gives financial help to the constable's family who died while saving a child during Idol Immersion | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 19, 2023 8:23 pm
  • Updated:November 19, 2023 8:23 pm  

রাজা দাস, বালুরঘাট: কালীপুজোর (Kali Puja 2023) বিসর্জনে খুদেকে বাঁচাতে গিয়ে মৃত পুলিশকর্মীর পরিবারের পাশে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড থেকে তাঁদের হাতে তুলে দেওয়া হল ২ লক্ষ টাকার চেক। সবরকমভাবে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হল পুলিশ ও জেলা প্রশাসনের তরফে।

জানা গিয়েছে, মৃত পুলিশ কর্মীর নাম সন্দীপ বর্মন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের সেওয়াই এলাকার বাসিন্দা তিনি। কলকাতার খিদিরপুরের পদ্মপুকুরে কর্মরত ছিলেন। গত ১৪ নভেম্বর কালি পুজোর বিসর্জনের সময় একটি বাচ্চাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। ঘটনার পরই থেকেই রাজ্য সরকার তথা মানবিক মুখ্যমন্ত্রী মৃত পুলিশকর্মী পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই রবিবার মৃতের বাড়িতে যান মালদহ রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায়, জেলা শাসক বিজিন কৃষ্ণা এবং পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। পরিবারের হাতে মুখ্যমন্ত্রীর তহবিল থেকে থেকে ২ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় পরিবারের হাতে।

Advertisement

[আরও পড়ুন: বীরভূমে দুই নাবালকের রহস্যমৃত্যু, গাছ থেকে উদ্ধার জোড়া ঝুলন্ত দেহ, কারণ নিয়ে ধোঁয়াশা]

মালদহ রেঞ্জের ডিআইজি প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, প্রথমদিন থেকে সকলে পাশে রয়েছেন। মুখ্যমন্ত্রী নিজে কথা বলেছেন পরিবারের সঙ্গে। মুখ্যমন্ত্রীর নির্দেশেই এখানে এসেছেন তারা। যতটা করা সম্ভব তা তারা করবেন। জেলাশাসক বিজিন কৃষ্ণা জানান, “মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে ২ লক্ষ টাকার চেক দেওয়া হল। অনান্য বিষয়গুলি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। কোথায় কী কী অসুবিধা রয়েছে তা শুনলাম আমরা। জেলাপ্রশাসন পরিবারের পাশে থাকছে।” মৃত পুলিশ কর্মীর স্ত্রী সোমা সরকার বলেন, “২ লক্ষ টাকার চেক দেওয়া হল আমাদের। কিন্ত একটি চাকরি হলে পরিবার বাঁচত। এখন আমার উপরে নির্ভরশীল সকলে। আমাকে চাকরি দেওয়া হচ্ছে বলে কোনও খবর কেউ দেয়নি আমাদের।”

[আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুটের চেষ্টা, গ্রেপ্তার সেনাকর্মী]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement