Advertisement
Advertisement

Breaking News

দার্জিলিংয়ের সঙ্গে সম্পর্কচ্ছেদ, নতুন জেলা হল কালিম্পং

মুখ্যমন্ত্রীর ঘোষণায় উৎসব পাহাড়ে।

CM Announces Kalimpong a new district
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 14, 2017 11:49 am
  • Updated:February 14, 2017 11:49 am  

কিংশুক প্রামাণিক: পাহাড়জুড়ে উৎসব৷ গ্রাহাম স্কুলের মাঠে কালিম্পংকে নতুন জেলা হিসাবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে বেশ কয়েকটি নয়া প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মমতা৷ মোর্চা নেতৃত্ব এই সিদ্ধান্তে কোণঠাসা৷ মঙ্গলবার, সন্ধ্যায় নয়া জেলা প্রশাসনের সঙ্গে ডিনার করবেন মুখ্যমন্ত্রী৷ রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিক, মন্ত্রী ও কলকাতা থেকে আসা অতিথিরাও সেই ডিনারে থাকবেন৷ ১৮৬৬ সালে দার্জিলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছিল কালিম্পং৷ এদিন আলাদা হল৷

(প্রেমিকের সঙ্গে দেখা করতে চাওয়ায় দিদিকে খুন করল ভাই)

সোমবার সন্ধ্যায় মমতা যখন কালিম্পং পৌঁছলেন তখন আলোয় ভাসছে শৈলশহর৷ এত আলো এর আগে দেখা যায়নি৷ তিস্তা বাজার থেকে ডম্বুর চক, এই যাত্রাপথে কখনও লেপচা, কখনও ভুটিয়া, কখনও শেরপারা রাস্তায় মানব বন্ধন করে উষ্ণ অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রীকে৷ লেপচারা মুখ্যমন্ত্রীকে ‘কিংচুক ডারমিট’ বলে সম্বোধন করতেন৷ এদিন শোনা গেল ‘তাতা’ ও ‘নানা’৷ নেওয়ারদের ভাষায় ‘তাতা’ এবং মাগ্গারদের ‘নানা’ শব্দের অর্থ দিদি৷ রব উঠল ‘সিনে তাতা’৷ অর্থাত্‍ স্বাগত দিদি৷ আজ থেকে কালিম্পংয়ের পাশে গোর্খাল্যান্ড নয়, ওয়েস্টবেঙ্গল নামটাই বসবে৷ বাংলার ২১ তম জেলা৷ নতুন ডিএম, এসপিরা দায়িত্ব নেবেন৷ তারপর পুরসভা ভোট হবে৷ মমতার এই সফরে তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব মলয় দে, ডিজি সুরজিত্‍ কর পুরকায়স্থ, মন্ত্রী অরূপ বিশ্বাস, গৌতম দেব, রবীন্দ্রনাথ ঘোষ ও ইন্দ্রনীল সেন৷

Advertisement

(দেওরের সঙ্গে মিলেই অন্ডালের যুবককে খুন করেছে স্ত্রী)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement