Advertisement
Advertisement

Breaking News

শালবনি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে মমতা-জিন্দাল আলোচনা

শিল্প দফতর সূত্রে খবর, সরকার চাইছে টাটারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে এগিয়ে আসুক৷

CM and Jindal will meet for a discussion regarding the future of Salboni project
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 10:16 am
  • Updated:June 23, 2022 6:46 pm  

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আজ মঙ্গলবার নবান্নে আসছেন শিল্পপতি সজ্জন জিন্দাল৷ নবান্ন সূত্রে খবর, শালবনির প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতেই মুখ্যমন্ত্রীর কাছে আসছেন জিন্দাল শিল্পগোষ্ঠীর কর্ণধার৷ বৈঠকে রাজ্যের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ প্রশাসনের অন্যান্য শীর্ষকর্তারা থাকবেন৷

এদিকে জিএসটি বিল নিয়ে বৈঠকে যোগ দেওয়ার জন্য আজ মঙ্গলবারই দিল্লি যাচ্ছেন শিল্প ও অর্থ দফতরের মন্ত্রী অমিত মিত্র৷ এই সময়ে তাঁর সঙ্গে রাজ্যে বিনিয়োগ নিয়ে টাটাগোষ্ঠীর সঙ্গে একদফা আলোচনারও সম্ভাবনা রয়েছে৷ বাংলায় বিনিয়োগ নিয়ে টাটা শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্য সরকারের যে আলোচনা চলছে সে বিষয়ে সরকারের পক্ষে কথা বলছেন শিল্পমন্ত্রী অমিত মিত্র৷ শিল্প দফতর সূত্রে খবর, সরকার চাইছে টাটারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে এগিয়ে আসুক৷ কোন ক্ষেত্রে তারা বিনিয়োগ করবে তা টাটা শিল্পগোষ্ঠীকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার৷ টাটাদের শিল্প কারখানা গড়ে তোলার জন্য পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়-সহ একাধিক জায়গায় জমিও দেখে রাখা হয়েছে বলে সূত্রের খবর৷

Advertisement

নবান্নে সজ্জন জিন্দালের বৈঠক করতে আসাকে গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য প্রশাসন৷ সূত্রের খবর পশ্চিম মেদিনীপুরের শালবনিতে সিমেন্ট কারখানা তৈরির জন্য জমি দেওয়া হয়েছে জিন্দালদের৷ সেই কারখানা এখনও তৈরি হয়নি৷ সে বিষয়ে কথা বলতেই জিন্দালদের নবান্নে ডেকে পাঠানো হয়েছে৷ সূত্রের খবর, এদিনের বৈঠকে কারখানার কাজ অবিলম্বে শুরুর জন্য জিন্দালদের বলা হবে৷ এক্ষেত্রে কোনওরকম সমস্যা হলে রাজ্য প্রশাসন যে তৈরি তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement