Advertisement
Advertisement

গঙ্গাজল ও গোবর জল দিয়ে বিজেপির সভাস্থল ‘পবিত্র’ করলেন তৃণমূলকর্মীরা

দেখুন ভিডিও।

Cleaning Campaign of TMC in Cochbehar
Published by: Tanumoy Ghosal
  • Posted:December 8, 2018 2:33 pm
  • Updated:December 8, 2018 2:33 pm  

বিক্রম রায়, কোচবিহার: রথযাত্রার অনুমতি দেয়নি আদালত। কর্মী-সমর্থকদের ধন্যবাদ জানাতে সভা করেছে বিজেপি। কোচবিহারে পালটা শুদ্ধিকরণ অভিযানে নামলেন তৃণমূল কর্মী-সমর্থকরা। ঝিনাইডাঙায় যেখানে সভা হয়েছিল, সেই জায়গাকে গঙ্গা ও গোবরজল ছিটিয়ে ‘পবিত্র’ করলেন শাসকদলের মহিলা কর্মীরা। এদিকে জাতীয় সড়ক আটকে সভা করার অভিযোগে কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়দের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে থানায়।

[দুষ্কৃতীদের গুলিতে খুন যুব তৃণমূল নেতা, চাঞ্চল্য নদিয়ার চাকুন্দিতে]

Advertisement

উত্তরবঙ্গের কোচবিহার থেকে রাজ্য জুড়ে রথযাত্রা কর্মসূচির সূচনা করতে চেয়েছিলেন বিজেপি রাজ্য নেতারা। ঠিক ছিল, ঝিনাইডাঙায় জনসভার পর কর্মসূচির সূচনা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। কিন্তু, বিজেপির ‘রথ’ আটকে দিয়েছে আদালত। প্রশাসনের অনুমতি না পেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে গিয়েছে। বৃহস্পতিবার প্রথমে নিরাপত্তার কারণে দেখিয়ে রথযাত্রা কর্মসূচির উপর স্থগিতাদেশ জারি করে হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চ। ডিভিশন বেঞ্চে আবেদন করেন বিজেপি নেতারা। শুক্রবার দিনভর চলে শুনানি। কিন্তু, রথযাত্রার অনুমতি দেয়নি আদালত। তবে ১২ ডিসেম্বরের মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও ডিজিকে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসার নির্দেশ দিয়েছে হাই কোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বে়ঞ্চ।  শুক্রবার সকালে  ডিভিশন বেঞ্চে শুনানি শুরুর আগেই রাজ্য সফর বাতিল করে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এদিকে কোচবিহারের ঝিনাইডাঙায় সভাস্থলে সকাল থেকেই ভিড় করতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর ড্যামেজ কন্ট্রোলে নামেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফাঁকা মঞ্চে উঠে দলের কর্মীদের কোনও মতে শান্ত করেন তিনি। সভায় আসার জন্য তাঁদের ধন্যবাদও জানান।

তৃণমূল কংগ্রেসের বর্ধিত কোর কমিটির বৈঠকে বিজেপির রথযাত্রার পালটা ‘পবিত্র যাত্রা’ কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর নির্দেশ, রথযাত্রার পরের দিন, একই জায়গায়, একই সময়ে পবিত্র যাত্রা করতে হবে শাসকদলের কর্মী-সমর্থকদের। সেই নির্দেশ মেনেই শনিবার কোচবিহারে পালটা কর্মসূচিতে শামিল হলেন তৃণমূল কর্মীরা। তবে আদালতের নির্দেশে রথ বের করতে পারেননি বিজেপি নেতারা, তাই পবিত্র যাত্রাও করেননি তাঁরা।  কোচবিহারের ঝিনাইডাঙায় গঙ্গাজল, গোবরজল ও আমের পল্লব নিয়ে গিয়ে বিজেপির সভাস্থলকে ‘শুদ্ধ’ করলেন শাসকদলের মহিলা কর্মীরা।

দে্খুন ভিডিও:

ভিডিও সৌজন্য: দেবাশিস বিশ্বাস

[ শীতের পথে কাঁটা হতে পারে নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement