Advertisement
Advertisement

Breaking News

দিদির উপর অত্যাচারের প্রতিবাদ করায় শালাকে কোপাল জামাইবাবু

গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নবম শ্রেণির ছাত্র৷

Class nine student stabbed by Brother-in-law at Barrackpore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 23, 2017 8:40 am
  • Updated:December 30, 2019 2:20 pm  

আকাশনীল ভট্টাচার্য, ব্যারাকপুর: দিদির উপর অত্যাচারের প্রতিবাদ করায় শালাকে কোপাল জামাইবাবু৷ ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার জগদ্দলের আমতলা কলোনি এলাকায়৷ অভিযুক্ত জামাইয়ের নাম দেবরাজ ঘোষ৷ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সুন্দিয়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র বিশ্বজিৎ মণ্ডল৷

[Jio প্রাইম মেম্বারশিপ ফ্রি-তে পাবেন কীভাবে?]

Advertisement

পেশায় নিরাপত্তাকর্মী দেবরাজের সঙ্গে বছর দুই বছর আগে বিয়ে হয় বিশ্বজিতের দিদি পূর্ণিমার৷ অভিযোগ, বিয়ের পর থেকেই পূর্ণিমার উপর অকথ্য অত্যাচার চালাত দেবরাজ৷ অত্যাচারের মাত্রা ছাড়িয়ে গেলে দিন কুড়ি আগে বাপের বাড়ি চলে আসেন পূর্ণিমা৷ সেই সময় দিদির উপর অত্যাচারের প্রতিবাদে জামাইবাবুর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় বিশ্বজিৎ৷ সেদিনও নাকি কাটারি দিয়ে শালাকে আঘাত করেছিল দেবরাজ৷

[কাশ্মীরের সোপিয়ানে ফের জঙ্গি হামলা]

বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ টিউশন পড়ে ফিরছিল বিশ্বজিৎ৷ অভিযোগ, আগে থেকেই  তার ফেরার পথে আমতলা কলোনির কাছে ওঁত পেতে ছিল দেবরাজ৷ প্রথমে বিশ্বজিতের পথ আটকায় সে৷ তারপর কিছু বুঝে ওঠার আগেই ভোজালি দিয়ে কোপাতে থাকে৷ বিশ্বজিতের চিৎকারে আশেপাশের লোক ছুটে আসতে দেখে পালিয়ে যায় দেবরাজ৷ ভাইপাড়া স্টেট জেনারল হসপিটালে ভর্তি করা হয়েছে বিশ্বজিৎকে৷ দেবরাজের বিরুদ্ধে জগদ্দল থানায় এফআইআর দায়ের করেছে তার পরিবার৷ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷

[সাংসদ কে ডি সিংয়ের সংস্থার বিরুদ্ধে তদন্তে কলকাতা পুলিশের ‘SIT’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement