Advertisement
Advertisement

Breaking News

ত্রিকোণ প্রেমের জের, প্রাক্তন প্রেমিকের বান্ধবীকে ধারালো অস্ত্রের কোপ যুবতীর

গুরুতর আহত হয়ে হাসপাতালে ভরতি দ্বাদশ শ্রেণির ছাত্রী৷

Class 12 girl stabbed over love triangel in Habra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 21, 2018 7:18 pm
  • Updated:June 13, 2022 4:09 pm  

ব্রতদীপ ভট্টাচার্য, বারাসাত:  তাঁর সঙ্গে সম্পর্কে ইতি৷ প্রাক্তন প্রেমিকের মনের মানুষ এখন অন্য একজন৷ ত্রিকোণ প্রেম ডেকে আনল বিপদ৷ উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে, তার প্রেমিকের প্রাক্তন বান্ধবী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে অভিযোগ৷ গুরুতর আহত অবস্থায় আক্রান্ত তরুণী ভরতি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

[সাপের কামড়ে মহিলার মৃত্যু, চিকিৎসককে অপসারণের দাবিতে উত্তপ্ত চা-বাগান]

Advertisement

অভিযুক্ত অঙ্কিতা কুণ্ডুর বাড়ি হাবড়ায় সুভাষপল্লিতে৷ স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেম ছিল তাঁর৷ কিন্তু, সম্প্রতি সেই সম্পর্ক ভেঙে যায়৷ ওই যুবক এখন আবার হাবড়ারই রবীন্দ্রসরণির বাসিন্দা বর্ষা মাহাতোর সঙ্গে প্রেম করছেন৷ বর্ষা দ্বাদশ শ্রেণির ছাত্রী৷ প্রাক্তন প্রেমিকের এই আচরণ মেনে নিয়ে পারেননি অঙ্কিতা৷ জানা গিয়েছে, বুধবার রাতে বর্ষার সঙ্গে কথা বলতে তাদের বাড়িতে গিয়েছিলেন অঙ্কিতা৷ দু’জনে যখন কথা বলছিলেন, তখনই বর্ষাকে ফোন করেন তার প্রেমিক৷ আর তাতেই মেজাজ হারান অঙ্কিতা৷ বর্ষাকে দা দিয়ে কোপাতে শুরু করেন বলে অভিযোগ৷ ধারালো অস্ত্র কোপে গুরুতর আহত হয়েছে বর্ষা৷ হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে ভরতি সে৷ এদিকে, অভিযুক্ত অঙ্কিতা কুণ্ডুকে গ্রেপ্তার করেছে হাবড়া থানার পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ত্রিকোণ প্রেমের কারণেই বর্ষা মাহাতোর উপর হামলা চালিয়েছেন অঙ্কিতা কুণ্ড৷ এর আগেও হাবড়ার অশোকনগরে ত্রিকোণ প্রেমের কারণে খুন হয়েছিলেন এক যুবক৷ ফের একই ঘটনার পুনরাবৃত্তিতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷

[মূষিক বাহিনীর দাপটে কাঁপছে পুলিশ, পালানোর পথ খুঁজছেন উর্দিধারীরা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement