Advertisement
Advertisement
North Dinajpur

হাতে মদের বোতল ও ছুরি, মেয়েদের স্কুলের সামনে হাজির দশম শ্রেণির পড়ুয়া

চাঞ্চল্য রায়গঞ্জ এলাকায়।

Class 10 student detained for trying to assault 'girlfriend | Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Paramita Paul
  • Posted:October 11, 2023 9:17 pm
  • Updated:October 11, 2023 9:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে স্কুলের ইউনিফর্ম। এক হাতে মদের বোতল, অন্য় হাতে ছুরি। ভর দুপুরে গার্লস স্কুলের সামনে হাজির ‘দেবদাস’ প্রেমিক। উদ্দেশ্যে প্রেমিকার উপর চড়াও হওয়া। দশম শ্রেণির চাত্রের এমন রূপ দেখে আতঙ্কিত পড়শি স্কুলের ছাত্রীরা। শেষপর্যন্ত পুলিশ সঙ্গীসাথী সমেত ওই পড়ুয়াকে আটক করে। প্রতিবেদনটি প্রকাশিত হওয়া পর্যন্ত থানায় রয়েছে পড়ুয়ারা। এই ঘটনাকে কে্ন্দ্র করে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এলাকায়।

অভিযুক্ত পড়ুয়া রায়গঞ্জ দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের দশম শ্রেণির পড়ুয়া। সূত্রের খবর, এদিন স্কুলে তাকে বকাবকি করা হয়েছিল। এর পরই একহাতে মদের বোতল এবং অন্য হাতে ছুরি নিয়ে পাশের দেবীনগর প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয়ে হাজির হয়। স্কুলের ভিতরে ঢোকার চেষ্টা করে সে। সেই সময় স্কুল থেকে ছাত্রীরা বেরচ্ছিল। তারা আতঙ্কে ফের স্কুলে ঢুকে পড়ে। প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ জানায়। তারা এসে অভিযুক্তদের স্কুলের টিচার্স কমন রুমে নিয়ে যায়। হাত থেকে মদের বোতল ও ছুড়ি ছিনিয়ে নেন তারা। এর পরই রায়গঞ্জ থানায় খবর যায়।

Advertisement

[আরও পড়ুন: গ্রামবাসীকে বাঁচাতে বন্দুক ধরেছিলেন দেবী দুর্গা! রীতি মেনে বিসর্জনের সময় এখনও ছোড়া হয় গুলি]

সূত্রের খবর, ছেলেটির প্রেমিকা পড়ত গার্লস স্কুলের দশম শ্রেণিতে। টিউশন থেকে তাদের পরিচয় হয়েছিল। পুলিশ এসে ছাত্রটিকে থানায় নিয়ে যায়। রাত পর্যন্ত সেখানেই আছে সে। রয়েছেন দুই স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষিকারা। ঘটনার বিষয় জানতে দেবীনগর প্রমোদা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মালঞ্চ গঙ্গোপাধ্যায়কে ফোন করা হলে তিনি জানান, “বিষয়টি নিয়ে এখনও বক্তব্য দেওয়ার সময় আসেনি।” এদিকে রায়গঞ্জ দেবীনগর কৈলাসচন্দ্র রাধারানি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক উৎপল দত্ত খবরটি করতে নিষেধ করেন।

[আরও পড়ুন: ছাত্রীর যৌন হেনস্তায় উত্তাল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, ‘সাসপেন্ড’ অভিযুক্ত বিভাগীয় প্রধান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement