Advertisement
Advertisement
Uttar Dinajpur

চা বাগান দখল ঘিরে জমি মাফিয়া-আদিবাসী সংঘর্ষ, চোপড়ায় গুলিতে জখম ৬, তিরবিদ্ধ ২

সংঘর্ষে উত্তপ্ত উত্তর দিনাজপুর।

Clashes over tea garden, 8 injured at Uttar Dinajpur
Published by: Paramita Paul
  • Posted:August 21, 2023 1:49 pm
  • Updated:August 21, 2023 1:49 pm  

শংকরকুমার রায়, রায়গঞ্জ: চা বাগান দখল ঘিরে জমি মাফিয়াদের সঙ্গে আদিবাসীদের সংঘর্ষে চলল গুলি। গুলিতে অন্তত ছ’জন আদিবাসী গুরুতর জখম হয়েছেন। উলটোদিকে বাগানের দুই কর্মী তিরবিদ্ধ হয়েছেন বলে খবর। সোমবার উত্তর দিনাজপুরের চোপড়ার হাফতিয়াগজের আমবাড়িরভ পিয়ারিলাল চা বাগানের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একবছর আগে পিয়ারিলাল আগরওয়ালের কাছ থেকে প্রায় ১৪৭ একর বাগান কিনে নেন স্থানীয় ভুইষভিটারজমি ‘মাফিয়া’ এনামুল হক। তবে আদিবাসীর অভিযোগ,”আমরা দীর্ঘদিন ধরে ওই বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করতাম। কিন্তু তৃণমূলের এলামুল হক জোর করে ওই বাগান দখল করেন। বাগানে আদিবাসীদের ঘর রয়েছে। কিন্তু গুলি করে আমাদের বাগান থেকে বের করে দেওয়া হয়।”

Advertisement

অন্যদিকে বর্তমান বাগান মালিক এলামূল হকের দাবি, “আমি নির্দিষ্ট টাকা দিয়ে বাগান কিনেছি। পঞ্চায়েত নির্বাচনের সময় থেকে বহিরাগত আদিবাসীরা বাগান নিয়ে অশান্তি ছড়াচ্ছে।” এখনও এলাকা উত্তপ্ত রয়েছে। এ ব্যাপারে ইসলামপুর পুলিশ সুপার যশপ্রীত সিংহ বর্মন, “ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনে জখমদের জিজ্ঞাসাবাদ করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে।” ঘটনাস্থলে পুলিশবাহিনী পৌঁছে জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। দু’জনকে স্থানান্তরিত করা হয়েছে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল হাসপাতালে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement