Advertisement
Advertisement

Breaking News

Clashes erupts between TMC and BJP in Raniganj

WB Panchayat Vote 2023: হাতে হকি স্টিক! গলায় গেরুয়া উত্তরীয়র ফাঁস দিয়ে বিজেপি কর্মীকে ‘মার’, রণক্ষেত্র রানিগঞ্জ

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ পথ অবরোধ করেন অগ্নিমিত্রা পল।

Clashes erupts between TMC and BJP in Raniganj । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 2, 2023 4:46 pm
  • Updated:July 2, 2023 4:46 pm  

শেখর চন্দ্র, আসানসোল: পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Poll 2023) শেষ রবিবাসরীয় প্রচারের মাঝে তৃণমূল ও বিজেপি সংঘর্ষ। রণক্ষেত্র রানিগঞ্জ। একে অপরের বিরুদ্ধে চলছে অভিযোগ ও পালটা অভিযোগের পালা। সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন অগ্নিমিত্রা পল। পরিস্থিতি সামাল দেয় রানিগঞ্জ থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত রবিবাসরীয় প্রচারকে ঘিরে। বিজেপির নেতা-কর্মীরা এদিন রতিবাটি গ্রাম পঞ্চায়েতের চাপুই কোলিয়ারি সংলগ্ন এলাকায় ভোট প্রচার করছিলেন। অভিযোগ, রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি বিনোদ নুনিয়ার নেতৃত্বে তৃণমূলের কর্মীরা তাঁদের উপর চড়াও হয়ে চড়, থাপ্পড় মারে। গলায় বিজেপির গেরুয়া উত্তরীয় দিয়ে ফাঁস লাগিয়ে দেওয়া হয়। হামলাকারীদের হাতে হকি স্টিক ছিল বলেও অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: দু’বছরে দুই দলে ভাঙন! মহারাষ্ট্র নিয়ে কেন এত সক্রিয় মোদি-শাহ?]

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রানিগঞ্জ থানার পুলিশ। পুলিশের সামনেই দু’পক্ষ একে অপরের দিকে তেড়ে আসে। ইতিমধ্যেই সেখানে পৌঁছে যান আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়ক অগ্নিমিত্রা পল। তিনি ঘটনার প্রতিবাদে কর্মী-সমর্থকদের নিয়ে রাস্তায় বসে পড়েন। কোনওভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বিজেপির অভিযোগ খারিজ করেছে তৃণমূল। রানিগঞ্জ পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী বিনোদ নুনিয়া জানান, প্রচার করতে এসে চোর, চোর স্লোগান দেন বিজেপির কয়েকজন বহিরাগত কর্মী-সমর্থক। তারাই তৃণমূলের ব্যানার ছিঁড়ে দেয়। তাতেই ফুঁসে ওঠে তৃণমূল। দু’পক্ষকে বুঝিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।

[আরও পড়ুন: বিনা পয়সায় ৪০ অপারেশন, শহরে এই প্রথম অস্ত্রোপচার মেলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement