সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি জয়া দত্তর সামনেই ধুন্ধুমার দলের দুই গোষ্ঠীর মধ্যে। বুধবার মালদহ কলেজ অডিটোরিয়ামে টিএমসিপির সভা চলাকালীন হাতাহাতিতে জড়ায় দলেরই দুই গোষ্ঠী। পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে, যে র্যাফ নামাতে হয় প্রশাসনকে।
স্থানীয় সূত্রে খবর, মালদহ যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে হাতাহাতিতে জড়ায় দলেরই আর এক গোষ্ঠী। অভিযোগ, মানিকচকের প্রাক্তন বিধায়ক রামপ্রবেশ মণ্ডলের ছেলে বিশ্বজিৎকে মারধর করে যুব জেলা সভাপতি অম্লান ভাদুড়ির গোষ্ঠী। সভামঞ্চ ছেড়ে খানিক্ষণের জন্য বাইরে গেলে সেখানে কয়েকজন বহিরাগত মারধর করে বিশ্বজিৎকে। যদিও আক্রান্তর অভিযোগ, তাঁকে মারধর করে অম্লান ভাদুড়ির গোষ্ঠী।
প্রাণ বাঁচাতে ফের সভাস্থলে ফিরে যান বিশ্বজিৎ। মঞ্চে উঠে জয়া দত্ত, রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরির কাছে বিচার চেয়ে আরজি জানান। জয়া দত্ত আশ্বাস দেন, তিনি কড়া ব্যবস্থা গ্রহণ করবেন। তখনকার মতো বিশ্বজিৎকে থামতে নির্দেশ দেন টিএমসিপির সভাপতি। পরে জয়াদেবী স্থানীয় নেতৃত্বকে সতর্ক করে বলেন, কে কলেজের গেটের সামনে দাঁড়িয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াচ্ছেন, সবই তিনি জানেন। তৃণমূল কংগ্রেসের অন্দরে এইসব বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “এটা মমতা ব্যানার্জির দল। এই দলে কে কীভাবে টাকা নিচ্ছেন, সবই তিনি জানেন।” পরে সাংবাদিকদের জয়াদেবী বলেন, “সব দলেই কিছু বেনোজল থাকে। তাদের রুখতে কড়া পদক্ষেপ করা হবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.