Advertisement
Advertisement
Clashes between two groups in Serampore

দু’পক্ষের হাতাহাতি, দোকান ভাঙচুর, বসন্ত উৎসবকে কেন্দ্র করে শ্রীরামপুরে ব্যাপক চাঞ্চল্য

শেষমেশ পুলিশের নির্দেশে অনুষ্ঠান বন্ধও করে দেওয়া হয়।

Clashes between two groups in Serampore । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 17, 2022 9:05 pm
  • Updated:March 17, 2022 9:05 pm  

দিব্যেন্দু মজুমদার, হুগলি: শ্রীরামপুর কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ও শ্রীরামপুর শহর তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে গান্ধী ময়দানে অনুষ্ঠিত এক বসন্ত উৎসবকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। ব্যাপক গোলমালের পাশাপাশি শ্রীরামপুর গান্ধী ময়দান সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি দোকানে ভাঙচুরও চালানো হল। এই ঘটনায় এলাকার ব্যবসায়ীরা দোষীদের গ্রেপ্তারির দাবিতে শ্রীরামপুর বি পি দে স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরে শ্রীরামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ব্যবসায়ীদের আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।

বৃহস্পতিবার বিকেল থেকেই শ্রীরামপুরের গান্ধী ময়দানে ছাত্রছাত্রীরা বসন্ত উৎসবে মেতে ওঠেন। ডিজের তালে তালে চলতে থাকে নাচ। অভিযোগ, এই উৎসব চলাকালীনই কয়েকজন বহিরাগত ঢুকে পড়ে। এরপরই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রদের সঙ্গে বহিরাগতদের বচসা শুরু হয়ে যায়। বচসা চরম পর্যায়ে পৌঁছলে তা মারামারি পর্যন্ত গড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে শ্রীরামপুর থানার পুলিশ পৌঁছয়। অনুষ্ঠান বন্ধ করে দেয়।

Advertisement

[আরও পড়ুন: ‘কাশ্মীর ফাইলস’ দেখে অনুপম খেরকে ‘জোকারে’র সঙ্গে তুলনা কঙ্গনার!]

পুলিশ চলে যাওয়ার পর ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অভিযোগ, এরপরই বেশ কয়েকজন যুবক বাঁশ, লাঠি হাতে ফের ঘটনাস্থলে পৌঁছয়। হামলাও চালায় তারা। গান্ধী ময়দান তখন রীতিমতো রণক্ষেত্রের আকার নেয়। বসন্ত উৎসবে অংশগ্রহণকারীদের মারধরও করে তারা। অভিযোগ, মহিলাদের গায়ে পর্যন্ত হাত দেয় হামলাকারীরা। তারা চলে যাওয়ার সময় গান্ধী ময়দান সংলগ্ন বেশ কিছু দোকানে ভাঙচুর চালায়।

এই ঘটনায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা এদিন সন্ধেয় বি পি দে স্ট্রিট অবরোধ করে বিক্ষোভ দেখান। স্থানীয় এক ব্যবসায়ী জানান, এদিন বিকেলে হঠাৎই বাইরে থেকে জনা পঞ্চাশ অল্পবয়সি যুবক বসন্ত উৎসবে ঢুকে মারধর করে। তাদের দোকানে ভাঙচুর চালায়। তবে এলাকাবাসীর অভিযোগ পুরো ঘটনাটি তৃণমূল ছাত্র পরিষদের অন্তর্দ্বন্দ্বের জেরে ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় শ্রীরামপুর থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে ব্যবসায়ীরা যদি এফআইআর করেন তবে তারা আইনমাফিক ব্যবস্থা নেবেন।

[আরও পড়ুন: পারিবারিক অশান্তির জেরে বাড়িতে আগুন! ঝলসে মৃত্যু শিশুর, অগ্নিদগ্ধ মা, চাঞ্চল্য মেদিনীপুরে

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement