Advertisement
Advertisement

Breaking News

Shalimar station

দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত শালিমার স্টেশন চত্বর, পরিস্থিতি নিয়ন্ত্রণে নামল র‌্যাফ, গ্রেপ্তার ২

কী কারণে এই সংঘর্ষ?

Clashes between two groups at outside Shalimar station
Published by: Subhankar Patra
  • Posted:November 3, 2024 10:42 am
  • Updated:November 3, 2024 11:51 am  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: ফের উত্তপ্ত শালিমার। শনিবার রাতে আচমকা দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে শালিমার স্টেশন সংলগ্ন এলাকা। মাঝে শুরু হয় ইটবৃষ্টি। বাড়ি, দোকানে চলে ভাঙচুর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এ জে সি বোস বি গার্ডেন থানা ও হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। পরে  নামানো হয় র‍্যাফও। বেশি রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কিন্তু কী কারণে এই সংঘর্ষ?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি মোবাইলের দোকানে কোনও একটি বিষয় নিয়ে ঝামেলা হয়। সেই বিবাদের জেরে শালিমারের নেপালি পাড়ার বসতির দুটি পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। সেই কথা কাটাকাটিই গড়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে। অভিযোগ, মদ্যপ কয়েকজন যুবক স্থানীয় এলাকার বাড়ি ও দোকানে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে ধারাল অস্ত্র নিয়ে তাড়া করে। এর পরই দুপক্ষের মধ্যে ইটবৃষ্টি শুরু হয়। তবে বিশাল পুলিশ বাহিনী গিয়ে দ্রুত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে রবি ও সুলতান নামে ২ জনকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। এই সংঘর্ষের জেরে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

Advertisement

হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল সুবিমল পাল জানান, “মোবাইলের দোকানের বিবাদের জেরে বসতির মধ্যে পারিবারিক ঝামেলা বাঁধে। ছোট একটি ঘটনার জেরেই দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়।” এর মধ্যে এলাকা দখল কিংবা পার্কিং নিয়ে ঝামেলা বা সিন্ডিকেট কিছুই নেই বলে স্পষ্ট জানিয়ে দেন ডিসি সেন্ট্রাল। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসে পার্কিং নিয়ে দুই গোষ্ঠীর ঝামেলা বাধে। সেই রেশ কাটতে না কাটতেই আবারও উত্তপ্ত এই এলাকা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement