Advertisement
Advertisement
TMC BJP Clash

বিজেপি-তৃণমূল সংঘর্ষে ফের অশান্ত জগদ্দল, জখম ৩ পুলিশকর্মী

শাসক-বিরোধী উভয়ের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা।

Clashes between TMC & BJP in North 24 Pargana's Jagaddal ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 5, 2021 12:43 pm
  • Updated:June 5, 2021 1:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় অশান্ত উত্তর ২৪ পরগনার জগদ্দল (Jagaddal)। তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পরিস্থিতি সামাল দিতে যায় বিশাল পুলিশবাহিনী। ঘটনায় তিনজন পুলিশকর্মী জখম হন। কে বা কারা উর্দিধারীদের উপর হামলা চালাল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক-বিরোধী উভয়ের মধ্যে চলছে অভিযোগ-পালটা অভিযোগের পালা।

রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2021) শেষ হয়ে গেলেও অশান্তি লেগেই রয়েছে। অভিযোগ, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ বেশ কয়েকজন দুষ্কৃতী ভাটপাড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বিজেপি নেতা লালবাবু প্রসাদের বাড়ির সামনে ভিড় জমায়। অভিযোগ, বাড়ির বাইরের কাচে ভাঙচুর চালায় তারা। বিজেপি নেতাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও লাগে। বিজেপি নেতার দাবি, একটি গুলি দেওয়ালে এবং অপরটি টিভিতে লাগে। এই ঘটনার নেপথ্যে তৃণমূলের যোগসাজশই দেখছে গেরুয়া শিবির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। শুক্রবার ওই বিজেপি নেতার বাড়িতে যান স্থানীয় সাংসদ অর্জুন সিং। তিনিও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

Advertisement

[আরও পড়ুন: বিজেপিকে বয়কটের ডাক দেয়নি তৃণমূল, কেশপুরের লিফলেট কাণ্ডে দাবি সাংসদ দেবের]

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের উত্তপ্ত ভাটপাড়া (Bhatpara)। তৃণমূল-বিজেপি সংঘর্ষে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। যদিও কে কার উপর হামলা চালাল, তা নিয়ে চলছে তরজা। তৃণমূল-বিজেপি একে অপরের ঘাড়ে দায় চাপাতে ব্যস্ত। সংঘর্ষ থামাতে গিয়ে জখম হয়েছেন তিন পুলিশকর্মীও। তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

[আরও পড়ুন: বকেয়া ৫ হাজার কোটি টাকা এখনই দিন, নির্মলা সীতারমণকে চিঠি অমিত মিত্রর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement