রঞ্জন মহাপাত্র, কাঁথি: তৃণমূল ও বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের খেজুরি (Khejuri)। গুলিবিদ্ধ হয়েছেন কাঁথি জেলা বিজেপি সম্পাদক। তাঁকে বর্তমানে হাসপাতালে ভরতি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা। খেজুরিতে পথ অবরোধও করেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে ঘিরেও ব্যাপক বিক্ষোভ দেখান অবরোধকারীরা।
গত সপ্তাহখানেক ধরে কখনও ভাঙচুর। আবার কখনও তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মারামারি, বোমাবাজিতে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরির দু’নম্বর ব্লকের নিচকসবা অঞ্চলের গোড়াহাট জলপাই এলাকা। রবিবার তা চরম আকার নেয়। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মী-সমর্থকরা পুলিশের উপস্থিতিতে তাঁদের লক্ষ্য করে গুলি, বোমা ছোঁড়ে। বাড়ি ভাঙচুরও করে। তাতেই কাঁথি জেলা বিজেপি সম্পাদক পবিত্র দাস গুলিবিদ্ধ হন। তাঁর হাতে গুলি লাগে। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। বিজেপি নেতাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে চিকিৎসা চলছে তাঁর। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়। ক্ষুব্ধ বিজেপি কর্মীরা পুলিশকে ঘিরেও একপ্রস্থ বিক্ষোভ দেখায়। বিজেপি নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারির দাবিতে খেজুরিতে পথ অবরোধও করেন দলীয় কর্মী-সমর্থকরা।
এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের হার্মাদ বাহিনী খেজুরিতে অশান্তি করছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।” যদিও তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী এই অভিযোগ নস্যাৎ করেছেন। তাঁর দাবি, “সরকার, পঞ্চায়েত, পুলিশ সবই আমাদের। তাহলে কেন আমরা বিজেপি নেতার উপর হামলা করব? এসব বিজেপির মিথ্যে অভিযোগ। গুলিবিদ্ধ পবিত্র সাহা আগে সিপিএম করতেন। এখন বিজেপিতে যোগ দিয়েছেন। দলবদলের জেরে অশান্তি। সিপিএম কর্মী-সমর্থকরাই তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে।” অশান্তির পর থেকেই খেজুরিতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও থমথমে গোটা এলাকা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.