Advertisement
Advertisement

Breaking News

বোর্ড গঠনকে কেন্দ্র করে রণক্ষেত্র চোপড়া, মানিকচকে গুলিতে মৃত দুই তৃণমূল কর্মী

এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী৷

Clash over panchayat board formation, 2 TMC supporters dead
Published by: Kumaresh Halder
  • Posted:August 27, 2018 3:47 pm
  • Updated:August 27, 2018 3:47 pm  

বাবুল হক ও শঙ্কর রায়:  পঞ্চায়েত প্রধান নির্বাচনকে কেন্দ্র করে কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল মালদহের মানিকচক ও উত্তর দিনাজপুরের চোপড়া৷ মানিকচকে কংগ্রেস কর্মীদের ছোঁড়া গুলিতে মৃত দুই তৃণমূল কর্মী৷ বোমার আঘাতে জখম চার বছরের এক শিশু৷ মাথায় গুরুতর আঘাত নিয়ে কিষাণ শেখ নামের ওই শিশু ভরতি মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ গোলাগুলি ও বোমাবাজির ঘটনায় জখম হয়েছেন আরও তিন রাজনৈতিক কর্মী৷ সোমবার সকালে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়ে পড়ে চোপড়ার লক্ষ্মীপুরে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কংগ্রেস কর্মীদের উপর মৃদু লাঠিচার্জ করে পুলিশ৷ মানিকচক ও চোপড়ায় বোর্ড গঠনকে কেন্দ্র কংগ্রেস-তৃণমূল সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মানিকচক ও চোপড়া থানার পুলিশ৷

[মোমো আতঙ্কের গ্রাসে উত্তরবঙ্গ, মারণগেমের লিংক পৌঁছল আরও তিনজনের কাছে]

মানিকচক থানার গোলপুর গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১০টি৷ পাঁচটি তৃণমূল ও বাকি পাঁচটি আসন দখলে রেখেছে কংগ্রেস৷ অভিযোগ, বোর্ড গঠন করাকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে৷ কংগ্রেস ও তৃণমূলের তরফে পৃথক ভাবে বোর্ড দাবি জানানো হয়৷ কংগ্রেসের প্রস্তাব খারিজ করে দেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান পদের অন্যতম দাবিদার সরিউদ্দিন৷ বোর্ড গঠনের বিরোধিতা করায়  তৃণমূলের উপর হামলা হয় বলে অভিযোগ৷ চলে বোমা ও গুলি৷ বোমার আঘাতে সালাম শেখ (২৬) ও আজাহার শেখ নামের দুই তৃণমূল কর্মীর মৃত্যু হয়৷ কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের হাত থেকে রেহাই মেলেনি চার বছরের শিশুও৷ বোমার আঘাতে মাথায় গুরুতর চোট  নিয়ে শিশুটি  মালদহ মেডিক্যাল হাসপাতালে৷ পরে ঘটনাস্থলে গিয়ে  পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ৷ 

Advertisement

[দাম্পত্য কলহের জের, স্ত্রীকে কুপিয়ে আত্মঘাতী যুবক]

মানিকচকের পাশাপাশি বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের চোপড়ার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ সোমবার সকালে পঞ্চায়েতের বোর্ড গঠন প্রক্রিয়া অংশ নিতে গিয়েছিলেন কংগ্রেস কর্মীরা ৷ কিন্তু, মামলা কারণে বোর্ড গঠন স্থগিত হয়ে যায়৷ এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ কংগ্রেস কর্মীদের নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে৷ নতুন করে অশান্তি তৈরি হওয়ার আশঙ্কায় এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর৷

[দুর্গাপুরে বাড়িতে ঢুকে প্রাক্তন শিক্ষককে কুপিয়ে খুন, গ্রেপ্তার ১ দুষ্কৃতী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement