ছবি: উদয়ন গুহরায়।
সুদীপ মুখোপাধ্যায়, দুর্গাপুর: কারখানা সম্প্রসারণের জন্য চাই জমি। তার জন্য বস্তিতে বুলডোজার চালাতে গিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি দুর্গাপুর থানা এলাকার ডিটিপিএস বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায়। উচ্ছেদ অভিযান আটকাতে গিয়ে ডিভিসি কর্মীদের সঙ্গে তুমুল হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। আহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা। সবমিলিয়ে বস্তি উচ্ছেদ ঘিরে এখনও উত্তপ্ত পরিবেশ এলাকায়। রয়েছে পুলিশি প্রহরা।
রাষ্ট্রায়ত্ত ডিটিপিএস কারখানা সম্প্রসারণের জন্য বছর দেড়েক আগে থেকে নিজস্ব জমি পুনর্দখল শুরু করেছে দামোদর ভ্যালি কর্পোরেশন। বুধবার সকাল থেকে জেসিবি নিয়ে ডিটিপিএস বয়েজ ক্লাব এলাকা জমি জবরদখলকারীদের উচ্ছেদ অভিযানে নামে ডিভিসি কর্তৃপক্ষ। তার রুখতে নামে বস্তি রক্ষা কমিটির অন্যতম নেতা অরিন্দম নায়েকের নেতৃত্বে বেশ কয়েকজন। পালটা প্রতিবাদে নামে আরেক পক্ষ। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়, ১ এপ্রিল পর্যন্ত উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে জমি খালি না করলে ফের উচ্ছেদ অভিযান চলবে বলেও জানানো হয়।
বুধবার বুলডোজার চালিয়ে বস্তি উচ্ছেদ চলাকালীন এলাকারই একপক্ষ প্রতিবাদী অরিন্দম নায়কের উপর চড়াও হয়। তাঁদের দাবি, কারখানার সম্প্রসারণ চান। অন্যপক্ষ আবার উচ্ছেদ রুখতে মরিয়া। শুরু হয় দুই পক্ষের তুমুল উত্তেজনা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গেও শুরু হয় ধস্তাধস্তি। ছোড়া হয় পাথর। তাতেই শুরু হয় সংঘর্ষ, পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
গ্রামবাসী মলয় মণ্ডলের দাবি, “কারখানা যাতে সম্প্রসারণ হয় সেটাই আমরা চাই। কিন্তু বহিরাগত এক নেতা অরিন্দম নায়েক অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। আমাদের কেউ ওর গায়ে হাত দেয়নি। সে নাটক করে। এদিনও নাটক করতে এসেছিল। আমরা তারই প্রতিবাদ করেছি।” অন্যপক্ষের চুমকি আঁকুড় বলেন, “আমাদের আন্দোলন ভেঙে দিতে তৎপর হয়েছে কেউ কেউ। তার জন্যেই এই পরিস্থিতি।” ডিটিপিএসের সিনিয়র জেনারেল ম্যানেজার অমিত কুমার মোদি জানান, “১ এপ্রিল পর্যন্ত বস্তিবাসীদের সময় দেওয়া হয়েছে। তার মধ্যে দামোদর ভ্যালি কর্পোরেশনের জমি খালি করার জন্য বলা হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.