Advertisement
Advertisement

Breaking News

Bhangar

দোলেও অশান্ত ভাঙড়, দেওয়াল দখল ঘিরে ISF-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্র নওশাদের গড়

পোলেরহাট থানার পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও থমথমে এলাকা।

Clash broke out TMC and ISF workers in Bhangar
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 25, 2024 5:46 pm
  • Updated:March 25, 2024 5:46 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: ভাঙড় রয়েছে ভাঙড়েই। দোলের সকালে ফের অশান্ত নওশাদের গড়। দেওয়াল লিখনকে কেন্দ্র করে ভাঙড়ের পোলেরহাটে ব্যাপক সংঘর্ষ তৃণমূল-আইএসএফের। মাথা ফাটল একজনের। পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে এলেও এখনও থমথমে এলাকা।

বিষয়টা ঠিক কী? ভোটের দামামা বেজে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রচারে ঝাঁপিয়েছে রাজনৈতিক দলগুলো। বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনও হয়ে গিয়েছে। জানা গিয়েছে, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়ের পোলেরহাটের জিরেনগাছা এলাকার যে দেওয়ার দখলকে কেন্দ্র করে অশান্তি সেটি ছিল আইএসএফের। অভিযোগ, তাঁদের প্রতীক মুছে দিয়ে তৃণমূল ওই দেওয়াল দখল করেছে। বিষয়টি আইএসএফের নজরে পড়তেই তাঁরা প্রতিবাদ করে। এর পরই শাসকদলের নেতা-কর্মীদের সঙ্গে বচসা বাঁধে আইএসএফের।

Advertisement

[আরও পড়ুন: জেলে সন্দেশখালির ‘বাঘ’ শাহজাহান, ১৩ বছর পর দোলে আনন্দে মাতোয়ারা মহিলারা! বলছেন রেখা]

ক্রমেই অশান্তি চরম আকার নেয়। রীতিমতো লাঠি নিয়ে একদল আরেকদলকে আক্রমণ করে। দু পক্ষের আক্রমণ, পালটা আক্রমণে মাথা ফাটে একজনের। জখম হন আরও কয়েকজন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পোলেরহাট থানার বিশাল বাহিনী। তাঁদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি। তবে যাতে নতুন করে অশান্তি না ছড়ায় সেই কারণে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। প্রসঙ্গত, এই প্রথম নয়, বিভিন্ন ইস্যুতে বারবার অশান্ত হয়ে উঠতে দেখা গিয়েছে ভাঙড়কে। পুলিশের তরফে পদক্ষেপ করা হলেও শান্ত হচ্ছে না এই এলাকা।

[আরও পড়ুন: ‘দেবের নির্দেশে বিজেপি কর্মী খুন’, মৃতের মায়ের সামনে বিস্ফোরক দাবি হিরণের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement