ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোচবিহারে (Cooch Behar) ফের প্রকাশ্যে শাসকদলের গোষ্ঠীকোন্দল। মঙ্গলবার সন্ধেয় তৃণমূলের দুই দলের কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় তুফানগঞ্জ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ভাঙচুর চালানো হয় অ্যাম্বুল্যান্সে। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা।
জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধেয় তুফানগঞ্জের অঞ্চল সভাপতি ফারুক মণ্ডলের বাড়িতে জড়ো হয়েছিলেন দলীয় কর্মীরা। অভিযোগ, সেখান থেকে চুলকানি বাজারে যাবার পথে তাঁদের উপর হামলা চালায় বিরোধী গোষ্ঠীর লোকেরা। এই ঘটনার পরই কোচবিহারের তৃণমূল সভাপতি ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অনুগামীদের মধ্যে অশান্তি শুরু হয়। দুই গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। জখম হন দু’দলের বেশ কয়েকজন। খবর পেয়েই ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।
সূত্রের খবর, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় অ্যাম্বুল্যান্সেও ভাঙচুর করে শাসকদলের এক গোষ্ঠী। দীর্ঘক্ষণ পর আয়ত্তে আসে পরিস্থিতি। প্রসঙ্গত, কোচবিহারে গোষ্ঠী সংঘর্ষের ঘটনা এই প্রথম নয়। আগেও বহু বার দুই দলের সংঘর্ষে রক্তারক্তি কাণ্ড ঘটেছে তুফানগঞ্জে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.