Advertisement
Advertisement
এবিভিপি

সংসদের দখল নিয়ে এবিভিপি-টিএমসিপি সংঘর্ষ, রণক্ষেত্র রঘুনাথ মুর্মু কলেজ

সংঘর্ষে আহত হয়েছেন দু'পক্ষের মোট ৫ জন।

Clash broke out between tmcp and abvp workers in Bankura
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 25, 2019 7:43 pm
  • Updated:July 25, 2019 7:50 pm  

টিটুন মল্লিক, বাঁকুড়া: তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপির সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল বাঁকুড়ার পণ্ডিত রঘুনাথ মুর্মু কলেজ। জানা গিয়েছে, কলেজ সংসদ কার দখলে থাকবে তা নিয়েই এদিন হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। পরে সারেঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। সূত্রের খবর, এদিনের ঘটনায় আহত হয়েছেন দু’দলের মোট ৫ জন। ইতিমধ্যেই তাঁদের বাঁকুড়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। 

[আরও পড়ুন:অধ্যাপক নিগ্রহ কাণ্ডে ক্ষমাপ্রার্থনা তৃণমূল নেতার, মুখ্যমন্ত্রীর ফোন আক্রান্তকে]

লোকসভা নির্বাচনে বিজেপির অবস্থান অনেকটাই শক্তপোক্ত হয়েছে এরাজ্যে। এরপর থেকেই রাজ্যের বিভিন্ন কলেজগুলির ছাত্র সংসদ নিজেদের দখলে আনার চেষ্টা শুরু করেছে এবিভিপি। জানা গিয়েছে, বাঁকুড়া জেলার মোট ২২ টি কলেজের মধ্যে ইতিমধ্যেই ১২টিতে ইউনিট খুলেছে এবিভিপি। কারণ, অধিকাংশ কলেজেই ছাত্র সংসদের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নির্বাচন হয়নি দীর্ঘদিন। ফলে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসার পথে না হেঁটে কলেজগুলিতে ইউনিট খুলে ক্ষমতা প্রদর্শনের মাধ্যমে দখলের রাস্তায় হাঁটা শুরু করেছে এবিভিপি।

Advertisement

বৃহস্পতিবার রঘুনাথ কলেজে এবিভিপির সেই ইউনিট খোলাকে কেন্দ্র করেই রণক্ষেত্র চেহারা নেয় এলাকা। কলেজের ভিতরেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষ। লাঠি, রড প্রতিপক্ষকে আক্রমণের অভিযোগ ওঠে দু’দলের বিরুদ্ধে। পরে সারেঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধে পর্যন্ত এখনও থমথমে এলাকা।

টিএমসিপির অভিযোগ, এদিন বহিরাগতদের নিয়ে কলেজে ঢুকে হামলা চালিয়েছে এবিভিপি। যদিও তাদের এই অভিযোগ অস্বীকার করেছেন এবিভিপির জেলা সভাপতি সুনীল মণ্ডল। তিনি পালটা অভিযোগ করেন, তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাই এবিভিপি সদস্যদের আক্রমণ করেছে। তাঁর আরও অভিযোগ রায়পুরের বিধায়কের মদতেই এসব হচ্ছে। প্রসঙ্গত, বুধবার বাঁকুড়ার তালডাংরা এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যকে মাঝরাস্তায় কান ধরে ওঠবোস করানোর অভিযোগ ওঠে এবিভিপির বিরুদ্ধে। এই নিয়ে ওইদিন উত্তেজনা ছড়ায় এলাকায়। ফের একই ঘটনার পুনরাবৃত্তি সারেঙ্গায়৷

[আরও পড়ুন: নচিকেতার গান ব্যবহার করে পুরপ্রধানের বিরুদ্ধে কাটমানি পোস্টার, উত্তপ্ত বারাকপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement