Advertisement
Advertisement
তৃণমূল-বিজেপি সংঘর্ষ

তৃণমূল-বিজেপি সংঘর্ষে কল্যাণীতে চলল গুলি-বোমা, গুরুতর জখম ১

পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট স্থানীয় বাসিন্দারা৷

Clash between TMC and BJP workers in Nadia's Kalyani
Published by: Sayani Sen
  • Posted:June 16, 2019 9:19 am
  • Updated:June 16, 2019 9:19 am  

সুবীর দাস, কল্যাণী: তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের সংঘর্ষে রণক্ষেত্র নদিয়ার কল্যাণী পুরসভার এক নম্বর ওয়ার্ডের যোগেন্দ্রনাথ কলোনি এলাকা৷ রাজনৈতিক সংঘর্ষে এলাকায় চলল গুলি৷ বোমাবাজিও করা হয়৷ পালটা ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি বাইক এবং গাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ এই ঘটনায় পুলিশের ভূমিকা নিছক নীরব দর্শকের মতো বলেই দাবি স্থানীয়দের৷ যদিও পুলিশের দাবি ঘটনার তদন্ত চলছে৷ যত তাড়াতাড়ি সম্ভব অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে৷

[ আরও পড়ুন: নিহত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে নাম না করে তৃণমূলকে দুষলেন ভারতী]

স্থানীয়দের দাবি, শনিবার ওই এলাকায় বিজেপি দলীয় কার্যালয় তৈরি করে৷ এই ঘটনাকে কেন্দ্র করেই অশান্তির সূত্রপাত৷ সন্ধে সাতটা নাগাদ তা বিশালাকার ধারণ করে৷ অভিযোগ, তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ পদ্ম শিবিরের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দলবল নিয়ে রাতের অন্ধকারে এলাকায় ঢুকে বোমাবাজি করে৷ কমপক্ষে ৩০ রাউন্ড গুলিও চালায় তারা। এদিকে, গুলি-বোমার শব্দে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা৷ তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন তাঁরা৷ গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় একজনকে রাস্তায় পড়ে ছটফট করতে দেখেন এলাকার মানুষজন৷ বিজেপির দাবি, গুলিবিদ্ধ ব্যক্তি তাদের দলের কর্মী। এলাকাবাসীর তৎপরতায় রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়৷ স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে গুলিবিদ্ধের৷

Advertisement

[ আরও পড়ুন: জীবন বিমার টাকা পেতে স্ত্রীকে খুনের অভিযোগ, আটক স্বামী]

পরিস্থিতি বেগতিক বুঝে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়৷ যাওয়ার সময় নটি মোটরবাইক এবং দুটি গাড়ি রেখে চলে যায় তারা৷ দুষ্কৃতীদের রেখে যাওয়া বাইক এবং গাড়ি ভাঙচুর করে ক্ষুব্ধ জনতা৷ আগুনও জ্বালিয়ে দেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পৌঁছায় পুলিশ এবং দমকলের কানে৷ এক মুহূর্ত সময় নষ্ট না করে তারা ঘটনাস্থলে পৌঁছায়৷ দমকল কর্মীদের প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ স্থানীয়দের অভিযোগ, বিনা কারণে এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি করা হচ্ছে৷ সংঘর্ষ রুখতে পুলিশের ভূমিকা নিছককই নীরব দর্শকের মতো বলেও অভিযোগ এলাকাবাসীর৷ ঘটনার পর থেকে কল্যাণী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নিরাপত্তায় বিশেষ নজর দেওয়া হয়েছে৷ এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement