Advertisement
Advertisement

Breaking News

বীরভূম

সংঘর্ষ থামাতে গিয়ে ঝাঁটাপেটা খেল পুলিশ, তৃণমূল-বিজেপি লড়াইয়ে রণক্ষেত্র পাড়ুই

বিজেপির অভিযোগ, তৃণমূলই অশান্তি করতে তাঁদের উপর হামলা চালিয়েছে৷

Clash between TMC and BJP worker at Birbhum's Sainthia
Published by: Sayani Sen
  • Posted:June 28, 2019 4:12 pm
  • Updated:June 28, 2019 4:12 pm  

ভাস্কর মুখোপাধ্যায়: পশ্চিম মেদিনীপুরের হেঁড়িয়ার পর এবার বীরভূমের সাঁইথিয়ার দেড়পুর৷ ফের তৃণমূল-বিজেপি সংঘর্ষ সামাল দিতে গিয়ে আক্রান্ত হতে হল উর্দিধারীদের৷ দু’পক্ষের লড়াই থামাতে গিয়ে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে৷ তাঁদের ঝাঁটাপেটাও করেন মহিলারা৷ অশান্তি ছড়ানোর অভিযোগে ইতিমধ্যেই ১২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[ আরও পড়ুন: হাসপাতালে ভরতি পূর্ব বর্ধমান জেলা সভাধিপতি, অসুস্থতার কারণ ঘিরে ধোঁয়াশা]

দিন কয়েক ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে বীরভূমের বিভিন্ন এলাকা৷ শুক্রবার সাঁইথিয়ায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ অভিযোগ, উভয়পক্ষই বোমাবাজিও করে এলাকায়৷ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ কিন্তু ঘটনাস্থলে পুলিশ পৌঁছানো মাত্রই মারমুখী জনতা তাঁদের দিকে ধেয়ে যায়৷ সংঘর্ষ থামাতে গেলে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে৷ এমনকী মহিলারা ঝাঁটা হাতে পুলিশের দিকে ধেয়ে আসে৷ ঝাঁটাপেটা করা হয় পুলিশকে৷

Advertisement

আক্রান্ত পুলিশকর্মীদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালেও নিয়ে যাওয়া হয়৷ তবে কারও চোটই গুরুতর নয় বলে হাসপাতাল সূত্রে খবর৷ এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তবে ধৃতরা কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত, তা এখনও স্পষ্ট নয়৷ 

[ আরও পড়ুন: ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করিয়ে কান ধরে ওঠবোস মুসলিম ব্যক্তিকে, গ্রেপ্তার ১]

সাঁইথিয়ার পাশাপাশি রাজনৈতিক সংঘর্ষে অশান্ত হয়ে ওঠে পাড়ুইও৷ বৃহস্পতিবার সন্ধেয় গোরাপাড়া গ্রামে বুথ কমিটির বৈঠক করে বাড়ি ফিরছিলেন বিজেপি কর্মী মহম্মদ ইসমাইল। অভিযোগ, হাসড়া মোড়ের কাছে তৃণমূল নেতা সদাই শেখ এবং তাঁর দলবল ওই বিজেপি কর্মীর উপর হামলা চালায়৷ এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। চৌমণ্ডলপুরের বাসিন্দা বিজেপি কর্মী মোজাই মালিকের বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে৷ চলে গুলিও৷ রাঘাইপুর গ্রামেও বিজেপি কর্মী মধুসূদন ঘোষের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে সদাই শেখের লোকজনদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী৷ ওই এলাকা থেকে বেশ কয়েকটি গুলির খোল উদ্ধার করেছে৷ যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement