Advertisement
Advertisement

Breaking News

আসানসোল

বিজেপি যুব মোর্চার মিছিলে গুলি-বোমা, রণক্ষেত্র আসানসোল

পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ৷

Clash between TMC and BJP supporters at Asansol
Published by: Sayani Sen
  • Posted:July 5, 2019 2:33 pm
  • Updated:July 5, 2019 2:33 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: বিজেপি যুব মোর্চার মিছিল ঘিরে রণক্ষেত্র আসানসোল৷ গেরুয়া শিবিরের অভিযোগ, মিছিলে হামলা চালিয়েছে তৃণমূল কর্মী সমর্থকরা৷ সঙ্গে চলে গুলি, বোমাবাজিও করা হয়৷ পরিস্থিতি সামাল দিতে পালটা লাঠিচার্জ করে পুলিশ৷ ছোঁড়া হয় ১৭-১৮ রাউন্ড কাঁদানে গ্যাসও৷ এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা৷ বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল এবং দোকানপাট৷

[ আরও পড়ুন: রাতে গর্জনের পর সকালে পায়ের ছাপ, বাঘের আতঙ্কে কাঁটা চন্দ্রকোনা]

কাটমানি ফেরতের দাবি এবং কেন্দ্রের কাজে বাধা দেওয়া হচ্ছে – এই অভিযোগে আসানসোল পুরনিগম ঘেরাও কর্মসূচি ছিল বিজেপির যুব মোর্চার৷ মিছিলে নেতৃত্বে দেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার৷ এদিকে, এদিনই পুরনিগমে রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ পুর কর্তৃপক্ষের দাবি, তার জেরে সকাল থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল আসানসোল বাসস্ট্যান্ড থেকে কর্পোরেশন মোড় পর্যন্ত জিটি রোড৷ ওই এলাকায় তিন জায়গায় পুলিশ ব্যারিকেড করেছিল৷

Advertisement

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, যুব মোর্চার তরফে মিছিল করা হয়৷ গির্জা মোড় থেকে মিছিল বেরনোর পর পুলিশের প্রথম ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন মিছিলকারীরা৷ বিজেপি যুব মোর্চার অভিযোগ, ইতিমধ্যেই হকি স্টিক, লাঠি হাতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী মিছিলে হামলা চালায়৷ মিছিল লক্ষ্য করে গুলি চালানো হয়৷ বোমাবাজিও করা হয় বলে অভিযোগ৷ পালটা তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় বিজেপির যুব মোর্চার সদস্যরা৷

[ আরও পড়ুন: রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া পুরোটাই হবে অনলাইনে]

পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করা হয়৷ প্রায় ১৭-১৮ রাউন্ড কাঁদানে গ্যাস ছোঁড়া হয়৷ বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারের অভিযোগ, পুলিশ ইচ্ছাকৃত বিজেপি কর্মীদের উপরেই লাঠিচার্জ করেছে৷ এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী,সমর্থক গুরুতর জখম হয়েছেন৷ স্থানীয় হাসপাতালেই আপাতত চিকিৎসা চলছে তাঁদের৷ এসব ঘটনার জেরে আপাতত থমথমে আসানসোলের পুরনিগম চত্বর৷ তৃণমূল-বিজেপি সংঘর্ষের পর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার প্রতিটি স্কুল এবং দোকানপাট৷ 

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement