Advertisement
Advertisement
বনগাঁ

বেলা গড়াতেই উত্তপ্ত বনগাঁ, বোমাবাজি হিংলিতে

বোমার আঘাতে গুরুতর জখম এক পুলিশ কর্মী ও এক গ্রামবাসী৷

Clash between TMC and BJP in Bongaon's Hingla
Published by: Tanujit Das
  • Posted:May 6, 2019 4:12 pm
  • Updated:May 6, 2019 4:12 pm  

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ:  মুহূর্মুহূ বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত হিংলা৷ সূত্রের খবর ঘটনায় গুরুতর জখম এক গ্রামবাসী ও এক পুলিশ কর্মী৷ কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তাঁরা৷

[ আরও পড়ুন: মদ্যপ সিআরপিএফ জওয়ানের হাতে ‘আক্রান্ত’ প্রসূন, থানায় অভিযোগ দায়ের]

Advertisement

ঘটনার সূত্রপাত হয় সোমবার দুপুর দেড়টার একটু আগে৷ তৃণমূলের অভিযোগ, ওই সময় হিংলা গ্রামে যান বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর৷ লোকজন নিয়ে গ্রামে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেন তিনি৷ বিজেপি প্রার্থী গ্রাম ছাড়ার পরেই  বোমাবাজি শুরু করে গেরুয়া শিবিরের আশ্রিত দুষ্কৃতীরা৷ গ্রামের ভিতরে ঢুকে ব্যাপক বোমাবাজি করে তারা৷ ভোটারদের ভয় দেখানো হয়৷ বোমার আঘাতে গুরুতর জখন হন এক গ্রামবাসী৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী৷ কোনওক্রমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের সামনেও বোমাবাজি হয় বলে অভিযোগ ৷ বোমার আঘাতে গুরুতর জখম হন এক পুলিশ কর্মীও৷ আহতেরা ভরতি হাসপাতালে৷

[ আরও পড়ুন:  ‘দুর্যোগ নিয়ে দিদি রাজনীতি করছেন’, ফণী নিয়ে মমতাকে আক্রমণ মোদির ]

তৃণমূল কর্মীদের আরও অভিযোগ, ওই গ্রামে কোনও সংগঠন না থাকায়,  জোর করে বুথ দখল করেন বিজেপি কর্মী-সমর্থকরা৷ এলাকা দখল করতেই বোমাবাজি করে গেরুয়া শিবিরের আশ্রিত দুষ্কৃতীরা৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ তাঁদের পালটা দাবি, ওই গ্রামের একাধিক বুথ ছাপ্পা ভোট দিচ্ছিলেন তৃণমূল কর্মীরা৷ খবর পেয়েই সেখানে যান দলের প্রার্থী৷ প্রতিরোধের মুখে পড়ে বোমা ছুঁড়তে থাকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা৷ ঘটনাকে কেন্দ্র করে যথারীতি উত্তপ্ত হয়ে ওঠে বনগাঁর হিংলি৷ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি হয়৷ খোদ পুলিশ কর্মীই যখন আহত হয়েছেন, তখন তাঁদের কী হবে, সেই চিন্তায় ভোট দেবেন না বলেও জানান অনেক গ্রামবাসী৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement