সৌরভ মাজি, বর্ধমান: ছাগলকে মাঠেঘাটে দেখতেই অভ্যস্ত সকলে৷ কিন্তু, সেই অবলা প্রাণীটি যে উঠে পড়েছে চারতলার কার্নিসে! বহুতলে নিচে উৎসুক মানুষের ভিড়৷ খবর পেয়ে ছাগলটি উদ্ধার করতে হাজির স্থানীয় থানার সিভিক ভলান্টিয়াররাও৷ এদিকে প্রাণভয়ে ছাগলটি তখন কার্নিসে ছোটাছুটি করছে! শেষপর্যন্ত, ছাদে উঠে দড়ির ফাঁস লাগিয়ে প্রাণীটি উদ্ধার করলেন স্থানীয় বাসিন্দারাই৷ বৃহস্পতিবার বারবেলায় হুলস্থুল কাণ্ড বর্ধমানের মন্তেশ্বরে৷
[ভুবনেশ্বরে গ্রেপ্তার ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তী]
ঘড়িতে তখন বেলা বারোটা৷ বর্ধমান শহর লাগোয়া মন্তেশ্বর বাজারে আচমকাই ছাগলের ডাক শুনতে পান পথচলতি মানুষ৷ কিন্তু, আশেপাশে তো প্রাণীটিকে দেখা যাচ্ছে না৷ তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে! প্রথম ঠাওর করতে পারছিলেন না কেউ৷ এরপর এলাকার একটি বহুতলের কার্নিসের দিকে চোখ যেতেই হতবাক সকলে৷ চারতলার কার্নিসে উঠে পড়েছে একটি ছাগল! নামার পথ না পেয়ে প্রাণভয়ে ছোটাছুটি করছে প্রাণীটি৷ মুখে মুখে খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি৷ অল্প কিছুক্ষণের মধ্যেই ওই বহুতলের নিচে রীতিমতো মানুষের ভিড় জমে যায়৷ কিন্তু, যদি উদ্ধার করা যায়, তাহলে তো কার্নিস থেকে পড়ে বেঘোরে মারা যাবে ছাগলটি! খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায়৷ ঘটনাস্থলে পৌঁছে যান কয়েকজন সিভিক ভলান্টিয়ার৷ আনা হয় এক ত্রিপলও৷ যখন দমকলকে খবর পাঠানোর চিন্তাভাবনা চলছে, তখন একটি দড়ি নিয়ে সটান ওই বহুতলের ছাদে উঠে পড়েন একজন৷ দড়িতে ফাঁস লাগিয়ে ছাগলটিকে তুলে ছাদে তুলে আনেন তিনি৷ প্রাণে বেঁচে যায় অবলা প্রাণীটি৷ কিন্তু, এখন প্রশ্ন একটাই, চারতলার কার্নিসে ছাগলটি উঠল কী করে? উত্তর জানা নেই কারও৷ প্রাণীটি যে অবলা!
ছবি: মুকুলেসুর রহমান
[ব্যাংক ধর্মঘটের জের, ডেবিট-ক্রেডিট কার্ডে পেমেন্টেও চূড়ান্ত দুর্ভোগ গ্রাহকদের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.