Advertisement
Advertisement
সিভিক ভলান্টিয়ার

মদ্যপানের আসরে কানে গুলি, নদিয়ায় সিভিক ভলান্টিয়ারের খুনে চাঞ্চল্য

রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি নিহত সিভিক ভলান্টিয়ার৷

Civic volunteer shot dead at Nadia's Hanskhali, probe ordered
Published by: Sucheta Sengupta
  • Posted:May 13, 2019 1:44 pm
  • Updated:May 13, 2019 1:44 pm  

পলাশ পাত্র, তেহট্ট: রাতভর নিখোঁজ থাকার পর এক সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল নদিয়ার হাঁসখালি থানা এলাকার ব্রাহ্মণপাড়ায়৷ সোমবার  সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে এক স্কুলের মাঠে বসানো অবস্থায় উদ্ধার হয় বছর কুড়ির ওই সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ৷ আর তাতেই রহস্য আর জমাট বাঁধছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, একেবারে নিখুঁত পরিকল্পনা করে খুন করা হয়েছে৷

[আরও পড়ুন: ভোটের মাঝে কোটি টাকা-সহ আসানসোলে গ্রেপ্তার ২, দানা বাঁধছে রহস্য]

রবিবার রাত প্রায় ৮টা৷ আচমকাই ব্রাহ্মণপাড়ার বাড়ি থেকে বেরিয়ে যান পেশায় সিভিক ভলান্টিয়ার শ্রীকুমার শর্মা৷ পুলিশ সূত্রে খবর, সোমবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে ২০০ মিটার দূরে স্কুলের মাঠে শ্রীকুমারকে বসে থাকতে দেখেন এক মহিলা৷ তিনি কাছে গিয়ে গায়ে হাত দিয়ে ডাকতেই বুঝতে পারেন, শ্রীকুমার মৃত৷ দেহটিকে কেউ বা কারা ওভাবে বসিয়ে রেখে গিয়েছিল৷ এমন দৃশ্যে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি হাঁসখালি থানায় খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে৷ যুবকের কানের পাশে গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে বুঝতে পারে পুলিশ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷

Advertisement

মাস চারেক আগে শ্রীকুমার হাঁসখালি থানায় সিভিক ভলান্টিয়ারের ট্রেনিংয়ে যোগ দিয়েছিলেন৷ কিন্তু প্রায়শয়ই ট্রেনিংয়ের নিয়ম ভাঙার বলে অভিযোগ উঠত তাঁর বিরুদ্ধে৷ ট্রেনিংয়ে অনুপস্থিত থাকা, যখন-তখন বেরিয়ে পড়া – এসবের জেরে তাঁকে ট্রেনিং থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল৷ শ্রীকুমারকে নিয়ে এমন রিপোর্টের কথা মেনে নিয়েছেন নদিয়ার পুলিশ সুপার রূপেশ কুমারও৷ তবে পরবর্তী সময়ে যুবকের অনুরোধ-উপরোধ এবং নিয়মশৃঙ্খলা মেনে চলার প্রতিজ্ঞায় ফের শ্রীকুমারকে ট্রেনিংয়ে ফিরিয়ে নেওয়া হয়৷ পোস্টিংও দেওয়া হয়৷ তবে কাজ করতে গিয়েও একাধিকবার নিয়মভঙ্গের অভিযোগ উঠেছে ওই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে৷ তাঁর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ ছিলেন পরিবারের সদস্যরাও৷ অভিযোগ, প্রায়ই মদ্যপান করে অসংলগ্ন আচরণ করতেন তিনি৷

[আরও পড়ুন: ভোট পরবর্তী হিংসা অব্যাহত, রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল]

জানা গিয়েছে, রবিবার বাড়ি থেকে বেরিয়ে শ্রীকুমার পরিচিতদের সঙ্গে মদ্যপান করছিলেন৷ পুলিশের প্রাথমিক অনুমান, সেখানেই কোনও বচসার জেরে খুন হতে হয়েছে সিভিক ভলান্টিয়ারকে৷ আবার ঘটনাস্থলের নমুনা দেখে তদন্তকারীদের সন্দেহ, একেবারে পরিকল্পনা করেই খুন করা হয়েছে শ্রীকুমারকে৷ তবে খুনে জড়িত সন্দেহে এখনও কেউ গ্রেপ্তার হয়নি৷ শুরু হয়েছে তদন্ত৷

ছবি: সঞ্জিত ঘোষ

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement