Advertisement
Advertisement

Breaking News

Balurghat

হাসপাতালে স্বাস্থ্যকর্মীর ভূমিকায় সিভিক ভলান্টিয়ার! ভিডিও ভাইরাল হতেই শোরগোল বালুরঘাটে

ব্যাপারটা কী?

Civic volunteer in the role of health workers in the hospital, video goes viral | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:October 6, 2023 1:31 pm
  • Updated:October 6, 2023 1:32 pm  

রাজা দাস, বালুরঘাট: হাসপাতালে স্বাস্থ্যকর্মীর ভূমিকায় সিভিক ভলান্টিয়ার! ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্র। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় চারদিকে।

বিষয়টা ঠিক কী? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কুশমণ্ডি ব্লক স্বাস্থ্যকেন্দ্রের একটি ভিডিও। সেখানে দেখা যায়, নিরাপত্তার দায়িত্বে থাকা দুজন সিভিক ভলান্টিয়ার এক মুমূর্ষ রোগীর চিকিৎসা করছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে, যাদের কাজ হাসপাতাল চত্বরের নিরাপত্তা সুনিশ্চিত করা, তারা কী করে একজন মুমূর্ষ রোগীর প্রেসার মাপতে বা ব্যান্ডেজ বাঁধতে পারেন? ভাইরাল হওয়া ভিডিয়োর সত্যতা স্বীকার করে নিয়েছেন কুশমণ্ডি ব্লক স্বাস্থ্য আধিকারিক অমিত দাস।

Advertisement

[আরও পড়ুন: সিকিমে বেড়াতে গিয়ে ‘নিখোঁজ’ বীরভূমের একই পরিবারের ৮ জন, দুশ্চিন্তায় ঘুম উড়েছে পরিজনদের]

তিনি বলেন, “অতি উৎসাহবশত ওই দুজন সিভিক ভলান্টিয়ার এই কাজটি করেছে। এই কাজটি মোটেও সমর্থনযোগ্য নয় এবং তাঁদের কাজও নয় এটি। ওইদিনের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের এবিষয়ে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে।” তিনি আরও জানান, এই বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। এ প্রসঙ্গে এক রোগীর আত্মীয় ভাস্কর রায় বলেন, এই বিষয়টির তিনি তীব্র নিন্দা জানাচ্ছেন।

[আরও পড়ুন: রথীন ঘোষের বাড়িতে সাড়ে ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশি ইডির, ‘রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’, দাবি মন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement