বাবুল হক, মালদহ: বারাকপুরের পুনরাবৃত্তি মালদহে। মঙ্গলবার ভরসন্ধেয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট। বোমাবাজিও করে দুষ্কৃতীরা। বাধা দিতে গিয়ে এক সিভিক ভলান্টিয়ারের মৃত্যু হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন দোকান মালিক গৌতম সেন-সহ তিনজন। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গিয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।
মালদহে মালতীপুর দুর্গা মন্দিরের পাশে একটি সোনার দোকানে ডাকাতি হয়। মালিকের নাম গৌতম সেন। তাঁর বাড়ি চাঁচোলে।মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন ভর সন্ধেয়য় আটজনের ডাকাতদল চারটি বাইক নিয়ে ওই সোনার দোকানের সামনে হাজির হয়। প্রথমে বোমাবাজি করে তারা। তারপর দোকানের মালিককে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছেন মোট তিনজন। তাঁদের মধ্যে একজন দোকান মালিক, একজন কর্মী ও আরেকজন ক্রেতা।
এরপর ক্যাশবাক্স থেকে নগদ টাকা ও দোকানের সোনা, রুপোর অলংকার নিয়ে চম্পট দেয় ডাকাতদল। গুলিবিদ্ধদের চিকিৎসার জন্য চাঁচোল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে এক সিভিক ভলান্টিয়ার মমিনুল হক ডাকাতদের রুখে দাঁড়ানোর চেষ্টা করে। ডাকাতদল তাঁকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর।
ডাকাতদল ঠিক কত টাকা ও কত পরিমান সোনা,রুপোর অলংকার নিয়ে পালিয়েছে তা এখনও সঠিকভাবে জানা যায়নি। ঘটনার খবর দেওয়া হয় চাঁচোল থানায়। থানার আইসি পূর্ণেন্দুকুমার কুন্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।চারিদিকে নাকা চেকিং চলছে। উল্লেখ্য, কিছুদিন আগে একই কায়দায় বারাকপুরের এক সোনার দোকানে ডাকাতি হয়। সেখানে প্রাণ গিয়েছিল দোকান মালিকের ছেলের। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হল মালদহের মালতীপুরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.