Advertisement
Advertisement

Breaking News

CAA

CAA-তে প্রথম নাগরিকত্ব বাংলার শরণার্থীদের, প্রতিশ্রুতি পূরণ মোদি-শাহর

এর আগে গত ১৫ মে প্রথম দফায় ১৪ জন শরণার্থীকে নাগরিকত্ব দিয়েছিল কেন্দ্র। এবার বাংলার শরণার্থীরাও এই সুবিধা পাওয়া শুরু করলেন। তাৎপর্যপূর্ণভাবে, বাংলায় যে আসনগুলি মতুয়া অধ্যুষিত সেই আসনগুলির ভোট মিটে গিয়েছে।

Citizenship certificates under CAA given to beneficiaries in Bengal, says Centre
Published by: Subhajit Mandal
  • Posted:May 29, 2024 8:52 pm
  • Updated:May 29, 2024 8:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচন (Lok Sabha 2024) শেষ পর্বে। এরই মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের সুফল পাওয়া শুরু বাংলার শরণার্থীদের। প্রথমবার এই আইনের অধীনে নাগরিকত্ব পেলেন বাংলা থেকে আবেদনকারী শরণার্থী।

পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি। গত ১১ মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে CAA কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র। চার বছরের অপেক্ষার পর বিতর্কিত এই আইন কার্যকর হয়।

[আরও পড়ুন: মাঝ আকাশে বিমান, সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে শুরু করলেন যাত্রী! তার পর?]

ভারতীয় হতে আগ্রহীদের আবেদন করার জন্য বিশেষ পোর্টালও তৈরি করে কেন্দ্র। সেই পোর্টালের মাধ্যমে আবেদন করেই নাগরিকত্ব পেলেন বাংলার শরণার্থী। এর আগে গত ১৫ মে প্রথম দফায় ১৪ জন শরণার্থীকে নাগরিকত্ব দিয়েছিল কেন্দ্র। এবার বাংলার শরণার্থীরাও এই সুবিধা পাওয়া শুরু করলেন। তাৎপর্যপূর্ণভাবে, বাংলায় যে আসনগুলি মতুয়া অধ্যুষিত সেই আসনগুলির ভোট মিটে গিয়েছে। তাই নাগরিকত্ব দেওয়া শুরু হলেও শেষ পর্বের ভোট তাতে কতটা প্রভাবিত হবে, সংশয় রয়েছে।

[আরও পড়ুন: ‘অল আইজ অন রাফা’, সোশাল মিডিয়ায় হঠাৎ কেন ট্রেন্ডিং এমন বাক্য?]

উল্লেখ্য, ১৯৫৫-র নাগরিকত্ব আইনের সঙ্গে সিএএ-র ফারাক উসকে দিয়েছে বিতর্ক। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনে কোনও ধর্মের উল্লেখ ছিল না। ২০১৯ সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করিয়েছে তাতে স্পষ্টত ধর্মের উল্লেখ আছে। আর সেটাতেই আপত্তি ছিল মমতা-সহ বিরোধীদের। যদিও সেই আপত্তি ধোপে টিকল না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement