Advertisement
Advertisement

পঞ্চায়েত ভোটের দিন ফেসবুকে বিতর্কিত পোস্ট, সেলিম পুত্রের বিরুদ্ধে তদন্তে সিআইডি

বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের।

CID starts probe against CPM leader Mohammed Salim’s son
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 15, 2018 6:23 pm
  • Updated:May 15, 2018 6:23 pm  

স্টাফ রিপোর্টার:  সোমবার দিনভর পঞ্চায়েত ভোট নিয়ে ফেসবুকে নানাধরণের পোস্ট করেছেন নেটিজেনরা। একটি পোস্ট নিয়ে তদন্ত শুরু করল সিআইডি। ফেসবুকে ওই পোস্ট করেছেন রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের ছেলে রাসেল আজিজ। তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক খবর ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির অভিযোগে মামলা রুজু করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা। সাংসদ মহম্মদ সেলিমের প্রতিক্রিয়া, ‘ভোটে এত খুন হল, সন্ত্রাস হল চারিদিকে। রাজ্য প্রশাসনের কোনও নজর নেই। সিআইডির সঙ্গে রাজ্য সরকারের যে ঐক্য রয়েছে, তা আরও একবার বোঝা গেল। এর বেশি বলার কিছু নেই।’

[ব্যালট বাক্স ছিনতাই-সহ বেআইনি কাজের অভিযোগে গ্রেপ্তার নির্দল প্রার্থী]

Advertisement

কিন্তু ফেসবুক পোস্টে কী লিখেছেন সাংসদপুত্র?  বিতর্কিত ওই পোস্টে রাসেল আজিজ লিখেছেন, ‘উত্তর দিনাজপুর জেলায় তৃণমূলের গুন্ডাবাহিনীর গুলিতে একজন প্রিসাইডিং অফিসার ও একজন পোলিং অফিসার খুন হলেন।’  সত্যি কথা বলতে, পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি ও সংঘর্ষের সিংহভাগ ঘটনাই ঘটেছে দক্ষিণবঙ্গে। দু’একটি বিছিন্ন ঘটনা বাদ দিলে উত্তরবঙ্গে ভোট শান্তিপূর্ণই ছিল। তাই সাংসদপুত্রের ফেসবুকে পোস্টে জনমানসে তীব্র প্রতিক্রিয়া হয়। বিষয়টি বুঝতে পেরে অবশ্য পোস্টটি মুছে দেন মহম্মদ সেলিমের ছেলে রাসেল আজিজ। কিন্তু ততক্ষণে যা হওয়ার, তা হয়ে গিয়েছে। প্রশাসনের দাবি, খোঁজখবর নিয়ে দেখা গিয়েছে, উত্তর দিনাজপুরে প্রিসাইডিং অফিসার ও  পোলিং এজেন্ট খুন হওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা। খুন হওয়া তো দূরের কথা, কেউ আহতও হননি। কিন্ত হঠাৎ করে এমন পোস্ট কেন করলেন রায়গঞ্জের সাংসদের ছেলে?  তিনি কি কোনওভাবে ভোটারদের প্রভাবিত করতে চেয়েছিলেন?  তদন্ত শুরু করেছে সিআইডি। রাসেল আজিজের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়িয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছে রাজ্য গোয়েন্দা সংস্থা। এদিকে, ছেলের বিরুদ্ধে সিআইডি তদন্ত নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন রায়গঞ্জের সিপিএম সাংসদ মহম্মদ সেলিম। তিনি বলেন, ‘ভোটে এত খুন হল, সন্ত্রাস হল চারিদিকে। রাজ্য প্রশাসনের কোনও নজর নেই। সিআইডির সঙ্গে রাজ্য সরকারের যে ঐক্য রয়েছে, তা আরও একবার বোঝা গেল। এর বেশি বলার কিছু নেই।’

[বাধা হয়নি রাজনীতি, তিন দলের হয়ে লড়েও সম্পর্ক অমলিন পরিবারের তিন প্রার্থীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement