Advertisement
Advertisement
নগদ, বার্ণপুর

ফের পুলিশি হেফাজতে দিলীপ ঘনিষ্ঠ, বার্নপুরে ব্যবসায়ীর বাড়িতে মিলল ১৯ লক্ষ টাকা

দিলীপ ঘোষের ঘনিষ্ঠকে জেরা করে ওই ব্যবসায়ীর সন্ধান মিলেছে, দাবি তদন্তকারীদের।

CID seized Rs 19 lakh from Burnpur trader's house
Published by: Tanumoy Ghosal
  • Posted:May 17, 2019 4:43 pm
  • Updated:May 17, 2019 4:43 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: ষষ্ঠ দফার ভোটের দিন কোটি টাকা-সহ আসানসোল স্টেশন থেকে দিলীপ ঘোযের প্রাক্তন আপ্ত সহায়ক-সহ দু’জনকে গ্রেপ্তার করে জিআরপি। বৃহস্পতিবার রাতে বার্নপুরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৯ লক্ষ ২৫ হাজার টাকা উদ্ধার করল পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, আসানসোলে স্টেশনে কোটি টাকা-সহ যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের জেরা করেই বার্নপুরের ওই ব্যবসায়ীর খোঁজ পাওয়া গিয়েছে। যদিও তাকে গ্রেপ্তার করা যায়নি। এদিকে আসানসোলে টাকা উদ্ধারের ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ককে আরও ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত।

[আরও পড়ুন:ভোটের আগে দুই বিজেপি নেতার গ্রেপ্তারিতে মহেশতলায় উত্তেজনা]

গত রবিবার রাজ্যে ছিল ষষ্ঠ দফার লোকসভা ভোট। সেদিন বিকেলে আসানসোল স্টেশন চত্বরে দু’জনকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় জিআরপি কর্মীদের। তাদের কাছে ছিল একটি বড় ব্যাগও। শেষপর্যন্ত আসানসোল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজের কাছে গৌতম চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত সাউ নামে ওই দু’জনকে পাকড়াও করেন জিআরপি আধিকারিকরা। তল্লাশিতে ব্যাগ থেকে উদ্ধার হয় নগদ ১ কোটি টাকা। তদন্তকারীরা দাবি, জেরায় ধৃতেরা জানিয়েছে, ওই বিপুল পরিমাণ টাকা বিজেপির। ভোটের কাজে ব্যবহার করার জন্য টাকা নিয়ে কলকাতায় যাচ্ছিল তারা। গৌতম ও লক্ষ্মীকান্তকে গ্রেপ্তার করে জিআরপি। গৌতম চট্টোপাধ্যায় একসময়ে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপ্ত সহায়ক ছিল বলে খবর।

Advertisement

কিন্তু, এত বিপুল পরিমাণ টাকা ধৃতেরা পেল কোথা থেকে? তদন্তে নামে সিআইডি। রাজ্য গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, ধৃত গৌতম চট্টোপাধ্যায় ও লক্ষ্মীকান্ত সাউকে জেরা করেই বার্নপুরের এক ব্যবসায়ীর সন্ধান পাওয়া যায়। তাঁর নাম বজরঙ্গী আগরওয়াল। পানমশলার ব্যবসা করেন তিনি। সিআইডি সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী বজরঙ্গী আগরওয়ালের বাড়িতে অভিযান চালান গোয়েন্দারা। তাঁর বাড়িতে নগদ ১৯ লক্ষ ২৫ হাজার টাকা পাওয়া যায়। কিন্তু পরিস্থিতি বেগতিক বুঝে আগেই পালিয়ে যান ওই পানমশলা ব্যবসায়ী। তাঁর সন্ধানে তল্লাশি চালাচ্ছে সিআইডি।

[আরও পড়ুন: নিজের এলাকায় ঢুকতেই ভোটারদের দেওয়া শর্ত মানতে হচ্ছে তৃণমূল কাউন্সিলরকে!]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement