Advertisement
Advertisement

২৫০ কেজি গাঁজা-সহ সিআইডি-র জালে উত্তরপ্রদেশের দুই বাসিন্দা

গোপন অভিযানে বড় সাফল্য তদন্তকারীদের৷

  CID recover 250 kg weeds from Siliguri
Published by: Tanujit Das
  • Posted:January 1, 2019 7:50 pm
  • Updated:January 1, 2019 8:49 pm  

শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: ট্রাকে করে আড়াইশো কেজি গাঁজা পাচারের সময় সিআইডি ও পুলিশের জালে ধরা পড়ল উত্তরপ্রদেশের দুই বাসিন্দা৷ ধৃতদের নাম মহম্মদ নিজাম ও মহম্মদ জুনেইত৷ শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের মহানন্দা ব্যারেজ এলাকা থেকে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ বাজেয়াপ্ত করা হয়েছে ট্রাকটিও৷

[শীতকাল মানেই খেজুর গুড়, রইল রসভাণ্ডার তৈরির নেপথ্য কাহিনি]

Advertisement

সিআইডি আধিকারিকরা জানিয়েছেন, গোপন সূত্রে তাঁরা আগেই খবর পেয়েছিলেন যে, ওই এলাকা দিয়ে গাঁজা পাচার করা হতে পারে৷ সেই খবরের ভিত্তিতেই পুলিশের সঙ্গে যৌথ নাকা তল্লাশি শুরু করেন তাঁরা এবং সেই অভিযানে সাফল্য মেলে৷ পুলিশ সূত্রে খবর, ধৃতেরা দীর্ঘদিন ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছে৷ এক রাজ্য থেকে অন্য রাজ্যে গাঁজা পাচার করাই এদের কাজ৷ সেই মতো ত্রিপুরা থেকে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছিল ওই আড়াইশো কেজি গাঁজা৷ উদ্দেশ্য ছিল বিহারে পাচার করা৷

[‘বেঁচে আছি’, প্রমাণ দিতে ছেলেদের বিরুদ্ধে মামলা দায়ের বৃদ্ধের]

জানা গিয়েছে, ধৃতদের মঙ্গলবারই শিলিগুড়ি আদালতে তোলা হয়৷ তাদের ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেন তদন্তকারীরা৷ সূত্রের খবর, ধৃতদের জেরা করে এই চক্রের গভীরে যেতে চাইছেন তাঁরা৷ আর কোন কোন রাজ্যে এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে সেই সংক্রান্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য পেতে চাইছেন তদন্তকারীরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement