শাহাজাদ হোসেন, ফরাক্কা: গরু পাচার (Cattle Smuggling) মামলায় এবার তৎপর সিআইডি (CID)। এবার ধৃত এনামুল হকের ঘনিষ্ঠ আলম শেখের সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করল রাজ্য পুলিশের সিআইডি। বৃহস্পতিবার দুপুরে আলম শেখের বাড়ি ও পরে মার্বেলের দোকানে তল্লাশি চালায় তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু নথি ও হার্ড ডিস্ক। শুক্রবার সকালে এনামুলের আরেক ভাগ্নের রাইসমিলে হানা দিয়েছে সিআইডি।
বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের লক্ষীজোলা গ্রামপঞ্চায়েতের ভাটুপাড়ায় যান সিআইডি আধিকারিকরা। প্রথমেই এনামূল ঘনিষ্ঠ বলে পরিচিত আলম শেখের বাড়িতে হানা দেন। তাঁর চোখ ধাঁধান কয়েক কোটি টাকার মূল্যের তিনতলা বাড়ি দেখে রীতিমতো অবাক হন সিআইডির আধিকারীকরা। দীর্ঘক্ষণ সেখানে তল্লাশি চালানো হয়। তবে বাড়িতে ছিলেন না আলম শেখ। তার বাড়ি থেকে উদ্ধার হয় বেশ কিছু নথি ও হার্ড ডিস্ক। সেগুলি বাজেয়াপ্ত করে সিআইডি।
এরপর রাতে আলম শেখের মার্বেলের দোকানে হানা দেয় সিআইডি আধিকারিকরা। সেখানেও ছিলেন না আলম। ওই দোকানের কর্মীদের দীর্ঘক্ষণ জেরা করা হয়। রাত প্রায় ৯ টা নাগাদ ওই মার্বেলের দোকানটি সিল করে দেয় সিবিআই। উল্লেখ্য, এই মার্বেলের দোকানটি আগে ছিল হোটেল। অভিযোগ, সেখান থেকেই চলত গরু পাচার। এনামুল গ্রেপ্তার হওয়ার পর সেটি মার্বেলের দোকান হয়ে যায়। সূত্রের খবর, এটির দায়িত্বে ছিলেন এনামুলের ভাগ্নে পিন্টু শেখ। এনামুল গ্রেপ্তারের পর বেপাত্তা তিনি। মার্বেলের দোকান চালাচ্ছেন আলম শেখ।
কিছুদিন আগে গরুপাচার মামলায় (Cow Smuggling) সিআইডির জালে ধরা পড়ে এনামুল হক ঘনিষ্ঠ এক পাচারকারী। বহরমপুর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গরুপাচারের তদন্তে নেমে সেটাই সিআইডির প্রথম গ্রেপ্তারি। এবার নজরে আলম শেখ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.